জাদেজার ম্যাচ সেরার এক লাখ আর সেওয়াগের মজার টুইট

ছক্কা। একেবারে ছক্কা। সোশ্যাল মিডিয়ায় নোট ব্যান নিয়ে রোজ হাজার হাজার পোস্ট হচ্ছে। হোয়াটসঅ্যাপে তো নোট ব্যান নিয়ে জোকস একেবারে শিল্পের পর্যায়ে চলে গিয়েছে। এমন একটা ইস্যুতে বীরেন্দ্র সেওয়াগের দারুণ একটা টুইট। মোহালিতে দারুণ অলরাউন্ডার পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা। ম্যান অফ দি ম্যাচের পুরস্কারের স্পন্সর 'পেটিএম'। পুরষ্কার মূল্য এক লক্ষ টাকা।

Updated By: Nov 29, 2016, 08:48 PM IST
জাদেজার ম্যাচ সেরার এক লাখ আর সেওয়াগের মজার টুইট

ওয়েব ডেস্ক: ছক্কা। একেবারে ছক্কা। সোশ্যাল মিডিয়ায় নোট ব্যান নিয়ে রোজ হাজার হাজার পোস্ট হচ্ছে। হোয়াটসঅ্যাপে তো নোট ব্যান নিয়ে জোকস একেবারে শিল্পের পর্যায়ে চলে গিয়েছে। এমন একটা ইস্যুতে বীরেন্দ্র সেওয়াগের দারুণ একটা টুইট। মোহালিতে দারুণ অলরাউন্ডার পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা। ম্যান অফ দি ম্যাচের পুরস্কারের স্পন্সর 'পেটিএম'। পুরষ্কার মূল্য এক লক্ষ টাকা।

আরও পড়ুন- খেলার সব খবর

জাদেজা এটাকেই হাসানোর হাতিয়ার করলেন। টুইটে জাদেজাকে উদ্দেশ্য করে লিখলেন, বাহা, জাড্ডু ভাই! আমার কাছে তো দু হাজার টাকার খুচরো নেই, আর তুমি পেটিএম-এ এক লাখ টাকা নিয়ে গেলে। একটু আমার paytm-এও ট্রান্সফার কর।

সেওয়াগের টুইট নিয়ে মন্তব্য করাটাও এখন দুসাহসের। কারণ এখন তিনিই দেশের টুইট সমাজ শাসন করছেন। সেওয়াগ মানেই টুইটারে ঝড়..ছক্কা...

.