আগামী বছর ভারতে হবে না IPL?

এ রকম করলে খেলব না। খরা সমস্যা নিয়ে আইপিএলকে জড়ানোয় বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তো এমন কথাই হয়তো বলছেন। আগামী বছর আইপিএলকে দেশ ছেড়ে অন্যত্র সরানোর কথা ভাবছে বোর্ড। সব দেখে শুনে আগামী বছর আইপিএল দেশের বাইরে অন্যত্র আয়োজনের কথা ভাবা হচ্ছে। বোর্ড কর্তাদের কথা শুনে অন্তত তাই মনে হচ্ছে। অনেকেই বলছেন, এটা বোর্ডের হুমকি ছাড়া আর কিছুই নয়।

Updated By: Apr 21, 2016, 06:51 PM IST
আগামী বছর ভারতে হবে না IPL?

ওয়েব ডেস্ক: এ রকম করলে খেলব না। খরা সমস্যা নিয়ে আইপিএলকে জড়ানোয় বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তো এমন কথাই হয়তো বলছেন। আগামী বছর আইপিএলকে দেশ ছেড়ে অন্যত্র সরানোর কথা ভাবছে বোর্ড। সব দেখে শুনে আগামী বছর আইপিএল দেশের বাইরে অন্যত্র আয়োজনের কথা ভাবা হচ্ছে। বোর্ড কর্তাদের কথা শুনে অন্তত তাই মনে হচ্ছে। অনেকেই বলছেন, এটা বোর্ডের হুমকি ছাড়া আর কিছুই নয়।

বোর্ড সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, আইপিএলের গর্ভনিং কাউন্সিল সবদিক খতিয়ে দেখছে। আগামী বছর আইপিএলকে অন্যত্র সরানোর জন্য ভেন্যুর কথা খতিয়ে দেখা হচ্ছে।   

ক দিন আগেই বোর্ড কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী টুইট করেছিলেন, যা চলছে তাতে আইপিএল খুব তাড়াতাড়ি দেশের বাইরে খেলা হতে পারে। এতে দেশের জিডিপি-র ক্ষতি হওয়াটা তাত্‍পর্যের থাকবে না। খরা বিতর্কের জেরে ইতিমধ্যেই আইপিএলের ১২টি ম্যাচ মহারাষ্ট্র থেকে অন্যত্র সরানো হয়েছে। এতে ফ্র্যাঞ্চাইজি দলদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। বোর্ডকেও সমস্যায় পড়তে হয়েছে। এর আগে দু বার আইপিলএল দেশের বাইরে আয়োজন হয়। দুবারই ভোটের জন্য। ২০০৯ সালে আইপিএল হয় দক্ষিণ আফ্রিকায়। আর ২০১৪ সালে আইপিএল ১৫দিনের জন্য হয় ইউএই-তে।

.