রিও অলিম্পিকের ৫ অজানা তথ্য

শুরু হয়ে গেল অলিম্পিকের কাউন্টডাউন। অলিম্পিয়ার টেম্পল অব হেরিয়ায় গ্রীক অভিনেত্রী ক্যাটরিনা লেহউয়ের হাতে জ্বলে উঠেছে অলিম্পিকের মশাল। এবার শুধু দিন গোনা। ৫ অগাস্ট শুরু হবে রিও অলম্পিক। তার আগে জেনে নিন এই অলিম্পকের ৫টি অজানা তথ্য।

Updated By: Apr 21, 2016, 05:27 PM IST
রিও অলিম্পিকের ৫ অজানা তথ্য

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গেল অলিম্পিকের কাউন্টডাউন। অলিম্পিয়ার টেম্পল অব হেরিয়ায় গ্রীক অভিনেত্রী ক্যাটরিনা লেহউয়ের হাতে জ্বলে উঠেছে অলিম্পিকের মশাল। এবার শুধু দিন গোনা। ৫ অগাস্ট শুরু হবে রিও অলম্পিক। তার আগে জেনে নিন এই অলিম্পকের ৫টি অজানা তথ্য।

১. এই প্রথম অলিম্পিকের আসর বসবে লাতিন আমেরিকার কোনও দেশে।

২. রিও অলিম্পিকের আয়োজনে মোট খরচ হয়েছে ১০.২৪ বিলিয়ন ইউরো।

৩. রিও অলিম্পকে বহু বছর পর ফিরছে গলফ এবং রাগবি। ১১২ বছর আগে অলিম্পিকে শেষ খেলা হয়েছিল গলফ। রাগবি খেলা হয়েছিল ৯২ বছর আগে।

৪. রিও অলিম্পিকের স্লোগান হল Viva Sua Paixao. যার অর্থ Live Your Passion.

৫. যদিও অলিম্পিক হবে রিও দি জেনেইরোতে কিন্তু ফুটবল ইভেন্টের কিছু অংশ হবে রিওর বাইরে। খেলা হবে বেলো হরিজন্তে, ব্রাসিলিয়া, সালভাদোর ও সাও পাওলোয়।

.