SAFF U-20 Championship: ভারতকে হারিয়েছিল আগেই, এবার নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ!
গতবারও অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের কাছে ৫-২ গোলে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল তাদের। এবার সেমিফাইনালেই ভারতকে হারিয়ে দিয়েছেন মিরাজুল ইসলামরা। ফাইনালে প্রতিপক্ষ ছিল আয়োজক দেশ নেপাল। ম্যাচটি অনু্ষ্ঠিত হল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতকে হারিয়ে ফাইনালে। নেপালকে উড়িয়ে এবার অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতে নিল সেই বাংলাদেশই। ফাইনালে ফ্রিকিক থেকে অনবদ্য গোল করলেন মিরাজুল ইসলাম। নেপালের জালে বল পাঠালেন রাব্বী হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভাও।
গতবারও অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের কাছে ৫-২ গোলে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল তাদের। এবার সেমিফাইনালেই ভারতকে হারিয়ে দিয়েছেন মিরাজুল ইসলামরা। ফাইনালে প্রতিপক্ষ ছিল আয়োজক দেশ নেপাল। ম্যাচটি অনু্ষ্ঠিত হল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে।
এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের ফুটবলাররা। গোলের সুযোগও এসেছিল, কিন্তু লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তাঁরা। এরপর নেপালও দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে হানা দেয় বাংলাদেশের রক্ষণে। অষ্টম মিনিটে গোলরক্ষক মোহাম্মদ আসিফের দারুণ দক্ষতায় বেঁচে যায় বাংলাদেশ। বিরতির আগেই অবশ্য বাংলাদেশকে এগিয়ে দেন মিরাজুল ইসলাম। ফ্রিকিক থেকে তাঁর গোলটি ছিল দেখার মতো।
দ্বিতীয়ার্ধে আরও উজ্জীবিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় গোল ৫৫ মিনিটে। এরপর তৃতীয় গোল ৭১ মিনিটে, আর চতুর্থ গোল ৭১ মিনিটে। খেলার শেষ লগ্নে ৮১ মিনিটে নেপালের হয়ে একটি গোল শোধ দেন সামির তামাং।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)