ATP: শৌচাগারে ৩ মিনিটের বেশি কাটাতে পারবেন না পুরুষরা!
ম্যাচের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ট্যাকটিকাল অস্ত্র হিসাবে খেলোয়াড়রা (পুরুষ ও নারী) টয়লেট ব্রেক নেন।
নিজস্ব প্রতিবেদন: টেনিস ম্যাচ চলাকালীন টয়লেট ব্রেকের ক্ষেত্রে কঠোর হল অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস (Association of Tennis Professionals)। বিশ্ব টেনিসের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এক নয়া নির্দেশিকা নিয়ে এসেছে পুরুষ টেনিস খেলোয়াড়দের জন্য। এটিপি (ATP) বলছে যে, প্রতি ম্যাচে টয়লেট ব্রেক/ বাথরুম ব্রেক পাওয়া যাবে মাত্র একবারই। শৌচাগারে ঘড়ি দেখে ৩ মিনিটের বেশি কাটাতে পারবেন না পুরুষ খেলোয়াড়রা! এমনটাই রিপোর্ট রয়টার্সের।
কেন এই ভাবনা এটিপি-র? ম্যাচের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ট্যাকটিকাল যুদ্ধ হিসাবে খেলোয়াড়রা (পুরুষ ও নারী) টয়লেট ব্রেক নেন। সেখানে দীর্ঘক্ষণ সময় কাটানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। চলতি বছর স্টেফানোস সিসিপাস (Stefanos Tsitsipas) যুক্তরাষ্ট্র ওপেনে (U.S. Open) প্রথম রাউন্ডের ম্যারাথন ম্যাচে বারবার শৌচাগারে যাওয়ার জন্য বিরতি নিয়েছিলেন। সিসিপাস গোটা ম্যাচেই আট মিনিটের বিরতি নিয়েছিলেন। পরের ম্যাচে সিসিপাস লকাররুমে সাত মিনিট কাটান বলেও জানা যায়। সিসিপাস যদিও তর্ক জুড়েছিলেন যে, তিনি কোনও নিয়ম ভাঙেননি।
আরও পড়়ুন: Bangladesh vs Pakistan: পাকিস্তান হোয়াইটওয়াশ করল বাংলাদেশকে
সিসিপাস উদাহরণ মাত্র। অনেকেই এভাবে শৌচাগারে সময় কাটান খেলার ফাঁকে। এসব দেখেই এটিপি নিয়মে বদল এনেছে। যদিও এই নিয়ম অনেকেই মেনে নিতে পারেননি। তবে এটিপি জানিয়ে দিচ্ছে যে, পোশাক বদলের জন্য ২ মিনিট ও শৌচাগারে কাটানোর জন্য ৩ মিনিটের বেশি ধার্য করা হবে না।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)