Asia Cup 2023: রোহিতের টিম ইন্ডিয়ার জন্য সুখবর, ফিট হয়ে ফিরতে পারেন বুমরা-শ্রেয়স

দীর্ঘদিন ধরেই পিঠে চোট রয়েছে শ্রেয়সের। বর্ডার-গাভাসকর ট্রফির দলে থাকলেও ব্যাট করতে নামেননি তিনি। বিশ্বকাপের আগে ফিট হওয়ার লক্ষ্যেই বিদেশে গিয়ে অস্ত্রোপচার করান শ্রেয়স। আপাতত এনসিএতে ফিজিওথেরাপি চলছে তাঁর। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 16, 2023, 02:59 PM IST
Asia Cup 2023: রোহিতের টিম ইন্ডিয়ার জন্য সুখবর, ফিট হয়ে ফিরতে পারেন বুমরা-শ্রেয়স
খুব দ্রুত মাঠে ফিরতে পারেন জসপ্রীত বুমরা ও শ্রেয়স আইয়ার।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Final 2023) লজ্জাজনক ভাবে হার ভুলে ঘুরে দাঁড়াতে চাইছে টিম ইন্ডিয়া (Team India)। চলতি বছর দেশের মাটিতে আয়োজিত হবে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। এর আগে ৩১ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ (Asia Cup 2023)। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাছে সুখবর হল, পুরো ফিট হয়ে ফের বাইশ গজের যুদ্ধে নেমে যেতে পারেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ইতমধ্যেই দুই তারকা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) রিহ্যাব করছেন। 

গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেই চোটের সমস্যায় ভুগছেন বুমরা। পিঠ ও কোমরের চোটে ভুগে এক বছরেরও বেশি সময় ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে দলের এক নম্বর পেসারকে। গত বছর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বর্ডার-গাভাসকর ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল- একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় তাঁর সার্ভিস পায়নি টিম ম্যানেজমেন্ট। চলতি বছরের শুরুর দিকেই বুমরাহর কোমরে অস্ত্রোপচার হয়েছিল। এরপর সুস্থ হয়েই রিহ্যাব শুরু করে দেন তিনি। 

আরও পড়ুন: Ravichandran Ashwin, WTC Final 2023: রাহুল-রোহিতের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে বোমা ফাটালেন 'ব্রাত্য' অশ্বিন! কী বললেন?

আরও পড়ুন: Rishabh Pant Health Update: ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঋষভ, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

অন্যদিকে, দীর্ঘদিন ধরেই পিঠে চোট রয়েছে শ্রেয়সের। বর্ডার-গাভাসকর ট্রফির দলে থাকলেও ব্যাট করতে নামেননি তিনি। বিশ্বকাপের আগে ফিট হওয়ার লক্ষ্যেই বিদেশে গিয়ে অস্ত্রোপচার করান শ্রেয়স। আপাতত এনসিএতে ফিজিওথেরাপি চলছে তাঁর। দ্রুতই ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন তিনি, তেমনই অনুমান করছেন এনসিএর চিকিৎসকরা। 

এনসিএ সূত্রে জানা গিয়েছে, সামান্য হলেও বোলিং শুরু করেছেন বুমরা। কয়েকদিনের মধ্যে আরও বেশি সময় ধরে বোলিং করতে পারবেন তিনি, সেরকমই আশা করা যাচ্ছে। অন্যদিকে, শ্রেয়সের ফিজিওথেরাপির পর তিনিও দ্রুত মাঠে ফিরবেন বলেই আশাবাদী এনসিএ। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার আগে এশিয়া কাপকে প্রস্তুতি হিসাবে দেখা যেতে পারে। মহাদেশীয় টুর্নামেন্টে দুই ক্রিকেটার মাঠে ফিরলে বিশ্বকাপের আগে ভারতের শক্তি বাড়বে, সেটা আর নতুন ভাবে বলার অপেক্ষা রাখে না। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.