'স্পট ফিক্সিং' আর নয়, এবার শুধু ক্রিকেটই খেলবেন পাক ক্রিকেটার আমির

ক্রিকেটীয় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন মহম্মদ আমির। সম্প্রতি ওমার অ্যাসোসিয়েটসের হয়ে একটি ম্যাচ খেলার কথা ছিল আমিরের। কিন্তু প্রবল বৃষ্টির জন্য সেই ম্যাচ বাতিল হয়ে যায়। তবে শুক্রবার থেকে ৩ দিন ব্যাপি আরেকটি ম্যাচে অংশ নিতে চলেছেন আমির। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে যুক্ত থাকায় সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল তরুণ এই পাক পেসারকে। তারপর আইসিসিতে আবেদন করায় তাঁর নির্বাসনের মেয়াদ কমিয়ে দেওয়া হয়। আমিরের নির্বাসনের মেয়াদ কমলেও শাস্তি সম্পর্কে রেয়াদ করা হয়নি সলমান বাট এবং মহম্মদ আসিফের।

Updated By: Mar 13, 2015, 08:34 PM IST
'স্পট ফিক্সিং' আর নয়, এবার শুধু ক্রিকেটই খেলবেন পাক ক্রিকেটার আমির

ওয়েব ডেস্ক:ক্রিকেটীয় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন মহম্মদ আমির। সম্প্রতি ওমার অ্যাসোসিয়েটসের হয়ে একটি ম্যাচ খেলার কথা ছিল আমিরের। কিন্তু প্রবল বৃষ্টির জন্য সেই ম্যাচ বাতিল হয়ে যায়। তবে শুক্রবার থেকে ৩ দিন ব্যাপি আরেকটি ম্যাচে অংশ নিতে চলেছেন আমির। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে যুক্ত থাকায় সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল তরুণ এই পাক পেসারকে। তারপর আইসিসিতে আবেদন করায় তাঁর নির্বাসনের মেয়াদ কমিয়ে দেওয়া হয়। আমিরের নির্বাসনের মেয়াদ কমলেও শাস্তি সম্পর্কে রেয়াদ করা হয়নি সলমান বাট এবং মহম্মদ আসিফের।

 

.