বিশ্ব হকি লিগে সিঙ্গাপুরকে ১০ গোল ভারতের
মহিলাদের বিশ্ব হকি লিগে ভারতের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরকে ১০-০ গোলে চুরমার করে সেমি ফাইনালে পৌছে গেল ভারতীয় মহিলা দল। হ্যাট্রিক করেন বন্দনা কাটারিয়া।
নয়া দিল্লি: মহিলাদের বিশ্ব হকি লিগে ভারতের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরকে ১০-০ গোলে চুরমার করে সেমি ফাইনালে পৌছে গেল ভারতীয় মহিলা দল। হ্যাট্রিক করেন বন্দনা কাটারিয়া।
এদিন দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভারতের মহিলা হকি খেলোয়াড়রা। একাই ৪টি গোল করেন বন্দনা। উত্তর প্রদেশের এই স্ট্রাইকার ১৭ মিনিটে প্রথম গোল করেন। এরপর ৪৮, ৫৬ ও ৫৭ মিনিটে পরপর গোল করেন তিনি। স্কোরশিটে নাম লেখান পুনম রানি, নভজোত কৌর, অনুপা বার্লা, রানি রামপালরা। শনিবার সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে ভারত। কাজাখস্তানকে ৪-৩ গোলেয় হারিয়ে সেমিফাইনালে উঠেছে থাইল্যান্ড।
বড় বযাবধানে জয় পাওয়ার পর বন্দনা বলেন, "আমারা দল হিসেবে খেলেছি। আশা করছি সেমিফাইনালেও দলের এই ফর্ম ধরে রাখতে পারব আমারা।"