নিজস্ব প্রতিবেদন : রাজধানীতে ফের বাড়ছে করোনার সংক্রমণ। ওমিক্রন আক্রান্তের নিরিখে দেশে দ্বিতীয় স্থানে এখন দিল্লি। মোট ওমিক্রন আক্রান্ত ১৬৫।
2/6
হলুদ সতর্কতা
এই পরিস্থিতিতে রাজধানী দিল্লিতে 'হলুদ সতর্কতা' জারির কথা জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। Graded Response Action Plan-এর আওতায় আজ এই 'অ্যালার্ট' জারি করল দিল্লি সরকার।
photos
TRENDING NOW
3/6
দিল্লিতে কোভিড সংক্রমণ হার
শহরের কোভিড পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। প্রসঙ্গত, পর পর দু'দিন দিল্লিতে কোভিড সংক্রমণ হার দেখা যায় ০.৫ শতাংশের উপর রয়েছে।
4/6
সোমবার সর্বোচ্চ আক্রান্ত
৯ জুনের পর সোমবার দিল্লিতে এই সময়কালে সর্বোচ্চ নতুন কোভিড আক্রান্ত হন ৩৩১ জন। সোমবারের হিসেবে সংক্রমণের হার নথিভুক্ত হয় ০.৬৮ শতাংশ। তার আগেরদিন সংক্রমণের হার ছিল ০.৫৫ শতাংশ।
5/6
রাত্রিকালীন কারফিউ
প্রসঙ্গত, 'হলুদ সতর্কতা' জারি অবস্থায় রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে। স্কুল-কলেজ বন্ধ থাকবে। একদিন পর পর অত্যাবশ্যকীয় পণ্য নয়, এমন জিনিসের দোকান খুলবে। মেট্রো, ট্রেন, বাস প্রভৃতি গণ পরিবহনে যাত্রী সংখ্যা কমাতে হবে।
6/6
রাত্রিকালীন কারফিউ সময়
উল্লেখ্য, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ অবশ্য আগে থেকেই জারি রয়েছে। যদিও কেজরিওয়াল আশ্বস্ত করেছেন যে, এখনও পর্যন্ত অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা ও ভেন্টিলেটরের ব্যবহার আয়ত্তের মধ্যে রয়েছে।