Rule Change: ATM-এ টাকা তোলা থেকে LPG-র দাম, ১ জানুয়ারি থেকে বদল হচ্ছে এই ৫ নিয়ম

Dec 28, 2021, 14:31 PM IST
1/5

এটিএম-এ টাকা তোলা

নতুন বছর থেকেই এটিএম থেকে জিএসটি, ব্যাঙ্ক থেকে টাকা তোলা থেকে একাধিক আর্থিক বিভিন্ন ক্ষেত্রে বেশকিছু নিয়মের রদবদল হচ্ছে। বদল হচ্ছে এমন ৫ নিয়মের মধ্যে রয়েছে এটিএম থেকে টাকা তোলার নিয়ম। আগামী ১ জানু.য়ারি থেকে নির্দিষ্ঠ সীমার পর প্রতি লেনদেনে নেবে ২১ টাকা । আগে এই হার ছিল ২০ টাকা। তবে গ্রাহকরা মাসে নিজের ব্যাঙ্কের এটিএম থেকে ৫ বার ও অন্য ব্যাঙ্কের এটিএম থেকে ৩ বার ফ্রিতে টাকা তুলতে পারবেন। 

2/5

India Post Payments Bank এর নিয়মে বদল

এই ব্য়াঙ্কের গ্রাহকদের আগামী মাস থেকে ১০,০০০ এর বেশি টাকা জমা দেওয়া ও তোলার ক্ষেত্রে চার্জ লাগবে। তবে তা বেশিকিছু ছাড়ের পর। বেসিক সেভিংস অ্য়াকাউন্টের ক্ষেত্রে টাকা তোলায় নির্দিষ্ট সীমা পেরিয়ে যাওয়ার পর প্রতি লেনদেনে ২৫ টাকা চার্জ দিতে হবে।

3/5

ব্য়াঙ্কের সার্ভিস চার্জে বদল

সার্ভিস চার্জের নিয়মে রদবদল করছে ICICI ব্যাঙ্ক। ১ জানুয়ারি ২০২২ থেকে তা কার্যকর হবে। 

4/5

জিএসটি রিটার্ন

জিএসটি রিটার্নের নিয়মেও বদল হচ্ছে নিয়মকানুন। জানুয়ারি মাস থেকে GSTR-1 সেলস রিটার্ন দাখিলের ক্ষেত্রে নিয়ম বদল হচ্ছে। ট্যাক্স ফাঁকি দেওয়া আটকাতে নিয়মে বেশকিছু রদবদল করেছে জিএসটি কাউন্সিল।

5/5

এলপিজির দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে মাসের প্রথম দিন তেলের দাম পুনর্বিবেচনা করে। ফলে আশঙ্কা করা হচ্ছে ১ জানুয়ারি থেকে বদল হতে পারে রান্নার গ্যাসের দামও।