Road Accident: ভয়ংকর! দুঃস্বপ্নের মতো! পথদুর্ঘটনায় মারা গিয়েছেন ৮৫৪৩ জন! রাস্তায় বেরোল ঘরে ফেরা অনিশ্চিত?
Bangladesh Road Accident Victim: পথদুর্ঘটনা না, দুঃস্বপ্ন? এ কী চলছে, বিশ্ব জুড়ে। পথদুর্ঘটনার যে পরিসংখ্যান সামনে আসছে, তাতে আঁতকে উঠতে হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পথদুর্ঘটনা একটা দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে বিশ্ব জুড়ে। সম্প্রতি জানা গিয়েছে, এক ভয়ংকর তথ্য। ২০২৪ সালে গোটা দেশে ঘটেছে ছোটবড় মিলিয়ে প্রায় ৩৮ হাজার ৫৪০টি সড়ক দুর্ঘটনা! যার জেরে প্রাণহানি ঘটেছে মোট ৬৪৪৪ জনের! দুর্ঘটনায় আহত হয়েছে ৩৭ হাজার ১১৩ জন! উফ্! ভাবা যায়!
1/7
৩৫ হাজার প্রাণহানি!
photos
TRENDING NOW
5/7
মোটর-সাইকেল
6/7
৮৩৫৮ পথচারীর মৃত্যু!
7/7
যাত্রীকল্য়াণ সমিতি
সম্পূর্ণ ভিন্ন একটি সোর্স থেকে মিলেছে অন্য আর একরকম তথ্য। ২০২৪ সালে দেশ জুড়ে ঘটা মোট ৬৩৫৯টি পথদুর্ঘটনার জেরে মারা গিয়েছেন মোট ৮৫৪৩ জন! না, এগুলি ভারত বা পশ্চিমবঙ্গ বা ভারতের অন্য কোনও রাজ্যের পথদুর্ঘটনার তথ্য নয়। এটি বাংলাদেশের হিসাব। শেষতম এই তথ্যটি জানিয়েছে, বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা 'বাংলাদেশ যাত্রীকল্য়াণ সমিতি' (বিজেকেএস)।
photos