Tahsan Khan Marriage: বিয়ে করেছেন তাহসান, ফোটো ভাইরাল হতেই তোলপাড়! গায়কের দাবি...

Tahsan-Roza: শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজার গায়ে হলুদের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। 

Jan 04, 2025, 14:18 PM IST
1/5

তাহসানের বিয়ে

Tahsan Marriage

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয়বার বিয়ে করলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। বছরের শুরুতেই খবরে চমকে গিয়েছে তাহসানের ভক্ত-অনুরাগীরা।

2/5

তাহসানের বিয়ে

Tahsan Marriage

শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজার গায়ে হলুদের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে, রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত তাদের অনুরাগীরা।

3/5

তাহসানের বিয়ে

Tahsan Marriage

পাত্রীর নাম রোজা আহমেদ। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনার পর বাংলাদেশ এবং আমেরিকায় প্রায় ১০ বছর ধরে কাজ করছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে।

4/5

তাহসানের বিয়ে

Tahsan Marriage

যদিও তাহসান জানিয়েছেন, ''আমি এখনও বিয়ে করিনি। কোনও আনুষ্ঠানিক অনুষ্ঠান হয়নি। ছবিগুলো একটি ছোট ব্যক্তিগত জমায়েতের সময় তোলা হয়েছে। আমি শনিবার সন্ধ্যায় আরও বিস্তারিত শেয়ার করব।”

5/5

তাহসানের বিয়ে

Tahsan Marriage

প্রসঙ্গত, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।