Data Protection Act: স্কুলে পড়তে পড়তে ফেসবুক-ইনস্টা? বাবা-মা না জানলেই বিপদ! মোদী সরকার জানাল...

Data Protection Act: শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, ১৮-র নিচে যাদের বয়স তাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে গেলে বাবা-মায়ের অনুমতি লাগবে।

Jan 04, 2025, 14:52 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়, বহু নাবালক-নাবালিকার অ্যাকাউন্ট। তাদের ছবি দেখলেই বোঝা যায় যে, তাদের বয়স সব ১৮-এর নিচে। আর সেই সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিকে, তেমনই আছে খারাপ দিক। এবার সেই ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল সরকার।

2/6

শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, ১৮-র নিচে যাদের বয়স তাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে গেলে বাবা-মায়ের অনুমতি লাগবে।

3/6

ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন, ২০২৩ সালে সংসদ দ্বারা পাস করা হয়েছিল। সেই আইনের খসড়া শুক্রবার মোদী সরকার প্রকাশ করে। সরকার ২০২৫-এর ১৮ ফেব্রুয়ারির মধ্যে এই খসড়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছে জনসাধারণের কাছ থেকে। কারোর কোনও আপত্তি না থাকলে এই নিয়ম কার্যকরী করা হবে।

4/6

কার্যকর হওয়ার পর ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য আগামী দিনে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা কঠিন হবে। খসড়া অনুযায়ী এই আইন না মানলে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।   

5/6

খসড়া আইনে আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কারও ব্যক্তিগত তথ্য যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে সুরক্ষায় একটি বোর্ড গঠন করা হবে। সেই বোর্ডই তথ্য ফাঁসের ঘটনার তদন্ত করবে এবং জরিমানার পরিমাণ ঠিক করবে। 

6/6

ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে mygov.in-এ গিয়ে এই খসড়া সম্পর্কে আপত্তি জানানোর পাশাপাশি এই খসড়ার বিষয়ে মতামতও দেওয়া যেতে পারে।