Puri Jagannath Temple: ভালোবাসার মানুষটিকে নিয়ে জগন্নাথ দর্শন করেছেন? খুব সাবধান! ব্যক্তিগত জীবনে নেমে আসতে পারে অভিশাপ...
Puri Jagannath Temple: পুরী নিয়ে, পুরীর মন্দির নিয়ে বাঙালির আবেগের কোনও শেষ নেই! সব সময়ই বাঙালি পুরী ছোটে। কিন্তু সব সময় যে পুরী যাওয়া চলে না, সেটাও মাথায় রাখা জরুরি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরী নিয়ে পুরীর জগন্নাথমন্দির নিয়ে ভারতবাসী, বিশেষ করে, বাঙালির আবেগের যেন কোনও শেষ নেই! পুরী শুধু ভ্রমণপিপাসু মানুষকেই টানে না, ধর্মীয় বিষয়েও পুরীর আকর্ষণ অমোঘ। জগন্নাথ দর্শন করতে মানুষ যেমন পুরী যান, অনেকেই আবার সমুদ্র দেখতেও যান। অনেকে যেমন বিয়ে করে হানিমুনে পুরীতে যান, তেমনই অনেকেই আবার প্রেম করতে-করতেই পুরী যান। আর সেখানেই সমস্যা। কী সমস্যা?
1/6
পুরী-মিথ
2/6
যজ্ঞের পুণ্য, শ্রীক্ষেত্র
photos
TRENDING NOW
3/6
সুখের দাম্পত্য
4/6
বিপরীত ফল
5/6
প্রেমে বিচ্ছেদ
6/6
শ্রীরাধার অভিশাপ
বলা হয়, শ্রীরাধা নাকি একবার পুরী গিয়ে শ্রীকৃষ্ণের জগন্নাথরূপ দেখতে চেয়েছিলেন। তিনি মন্দিরে ঢুকতে চেষ্টা করলে পুরোহিত তাঁকে বাধা দেন। কেন? তাঁকে বলা হয়, শ্রীরাধা শ্রীকৃষ্ণের বিবাহিত স্ত্রী নন। মন্দিরে জগন্নাথ তথা শ্রীকৃষ্ণ থাকেন তাঁর দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে, এখানে রাধার কোনও জায়গা নেই! পুরোহিতের এই ব্যাখ্যায় ভয়ংকর রেগে যান শ্রীরাধা। তিনি অভিশাপ দেন, এরপর থেকে এখানে কোনও অবিবাহিত যুগল প্রবেশ করতে পারবেন না, করলে তাঁদের প্রেম চিরতরে নষ্ট হয়ে যাবে! ব্যস! শ্রীরাধার ভয়ংকর এই অভিশাপ জেনেও কার বুকের পাটা আছে যে, তিনি তাঁর প্রেমের মানুষটিকে নিয়ে গিয়ে মন্দিরে ঢুকে জগন্নাথদর্শন করবেন? (Disclaimer: পুরীর মন্দির সংক্রান্ত প্রচলিত একটি তথ্যই এখানে তুলে ধরা হয়েছে মাত্র। এ সংক্রান্ত কোনও ধর্মীয় তত্ত্বের অবতারণা এখানে করা হচ্ছে না, দেওয়া হচ্ছে না কোনও পরামর্শও। এটি মানা বা না মানার সুপারিশও করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos