Saif Ali Khan Attacked: নিরাপত্তাহীনতায় ভুগছে মুম্বই! সইফ কাণ্ডে চিন্তিত তারকারা...

Saif Ali Khan Attacked: নিজের বাড়িতেই দুষ্কৃতীর হামলায় গুরুতর আহত সইফ আলি খান। ভর্তি করা হয়েছে লীলাবতী হাসপাতালে। 

Jan 16, 2025, 19:03 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের অন্যতম অভিনেতা এবং প্রজোযক সইফ আলি খান। তাঁর বাড়িতেও এবার দুষ্কৃতীর আগমন। সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে দুষ্কৃতীর হামলা। একবার না একাধিকবার তাঁকে ছুরির আঘাত করা হয়। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতালের বিবৃতি অনুসারে, সইফ ছয়টি ছুরির আঘাতের শিকার হয়েছেন, যার মধ্যে দুটি গভীর।

1/7

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় সইফ আলি খানের জন্য নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'সইফ আলি খানের উপর হওয়া হামলাটি খুবই উদ্বেগজনক। তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। আইনিব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে , দোষীরা যথাযোগ্য শাস্তি পাবে। এই কঠিন সময়ে শর্মিলা দি, করিনা কাপুর এবং পুরো পরিবারের পাশে রয়েছি।'

2/7

অরবিন্দ কেজরীওয়াল

অরবিন্দ কেজরীওয়াল এই ঘটনা নিয়ে বলেন, 'সকাল বেলাতেই তিনি এই সকিং খবরটা পান। অভিনেতা সইফ আলি খান তাঁর নিজের বাড়িতেই হামলার শিকার। একটা বড় অভিনেতার বাড়িতে কীভাবে এমন ঘটনা ঘটে, প্রশ্ন উঠছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে।'  

3/7

রবিনা ট্যান্ডন

রবিনা ট্যান্ডন,  তিনি ইনস্টাগ্রামের সেলেব্রিটিদের টার্গেট করে লেখেন 'বান্দ্রায় আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন।'

4/7

জুনিয়ার এনটিআর

জুনিয়ার এনটিআর  নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'সইফ আলি খানের  ওপর হামলার কথা শুনে মর্মাহত ও দুঃখিত। দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।'

5/7

চিরঞ্জীবী

চিরঞ্জীবী লিখেছেন, 'তিনি এই খবরে খুবই চিন্তিত। সইফআলি খানের উপর দুষ্কৃতীর এই হামলা একেবারেই অপ্রত্যাশিত। তার দ্রুত সুস্থতা  প্রার্থনা করছি।'

6/7

কুনাল কোহলি

কুনাল কোহলি  নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'এটি ভীষণ মর্মান্তিক এবং ভয়ংকর ঘটনা। সইফের দ্রুত সুস্থতার প্রার্থনা করি।'

7/7

রণবীর কাপুর এবং আলিয়া ভাট

সইফ আলি খানকে দেখতে লীলাবতী হাসপাতালে যান রণবীর কাপুর এবং আলিয়া ভাট । তখনও অভিনেতার চিকিত্‍সা চলছিল।