Gambhir reprimanded Morkel: দুয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফি, দুই কোচের ধুন্ধুমার প্রকাশ্যে! কী চলছে ভারতীয় ক্রিকেটে...

Gautam Gambhir reprimanded Morne Morkel: কী চলছে ভারতীয় ক্রিকেট দলের মধ্যে? বারবার কেন খেপে যাচ্ছেন গম্ভীর? এবার সরাসরি সংঘর্ষ আরও এক কোচের সঙ্গে। সামনের মাসেই বড় টুর্নামেন্ট তার আগেই ঝামেলা।  

Jan 16, 2025, 14:33 PM IST
1/6

বর্ডার গাভাসকার ট্রফি

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকার ট্রফিতে ভরাডুবি হয়েছে ভারতের। 

2/6

অজি সফরে

অজি সফরে হারার পর নড়েচড়ে বসেছে বিসিসিআই। দলের ভিতরে গম্ভীরের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের সমস্যা চলছে, এমনও খবর রয়েছে। 

3/6

টিম ইন্ডিয়া

বাংলাদেশ সিরিজ থেকেই টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন মর্কেল। 

4/6

ধমকেছিলেন

সেই বোলারকেই ধমকেছিলেন গম্ভীর। সফরের শুরুর দিকে একটি অনুশীলনে দেরি করে এসেছিলেন মর্কেল। মাঠেই তাঁকে কড়া কথা বলেছিলেন গম্ভীর। 

5/6

বিসিসিআই

বিসিসিআইয়ের মতে, 'গম্ভীর নিয়মশৃঙ্খলা নিয়ে খুবই কড়া। দেরি করে পৌঁছনোয় মাঠের মধ্যেই মর্কেলকে তিরস্কার করেন গম্ভীর। যদিও কিছুটা চুপচাপ রয়েছেন মর্কেল। বাকিটা দুজনের মধ্যে।'

6/6

চ্যাম্পিয়ন্স ট্রফি

সামনের মাসেই ১৯ তারিখ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে দলের দুই কোচের মধ্যে এমন সম্পর্ক। এরফলে প্রভাব ফেলবে কোন রকম সেটা এখন দেখার বিষয়।