Gautam Gambhir | Indian Dressing Room Leaks: এই নক্ষত্র ফাঁস করেছেন ভিতরের কথা, অগ্নিশর্মা গম্ভীর বোর্ডকে জানালেন কে 'মীরজাফর'!
Gautam Gambhir On Indian Dressing Room Leaks: দলের ভিতরের খবর বাইরে পাচার করেছেন এক তারকা ক্রিকেটারই! ভারতীয় ক্রিকেট বোর্ডকে দলের হেডমাস্টার চিনিয়ে দিলেন কে আসলে 'মীরজাফর'!
1/5
'ইন্ডিয়ান ড্রেসিং রুম লিকস'
'ইন্ডিয়ান ড্রেসিং রুম লিকস'- একটি বাক্যেই নড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট। জাতীয় মিডিয়ার শিরোনামে ঘুরে-ফিরে এসেছিল ভারতীয় সাজঘরের ভিতরের কথোপকথন বাইরে চলে আসা! ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই জ্বলেছিল আগুন। সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট ছিল সিডনিতে। তার আগে অশান্তির দাবানলে জ্বলছিল সাজঘর, মনে করা হচ্ছে যার জেরেই ভারতীয় সংসারে বিরাট ফাটল ধরেছে!
2/5
গৌতম গম্ভীর ফেটে পড়েছিলেন ক্ষোভে
মেলবোর্ন টেস্ট হারের পরেই ক্ষোভে ফেটে পড়েছিলেন গম্ভীর। বক্সিং ডে-টেস্টের পরেই ভারতীয় দলের সাজঘর রীতিমতো উত্তপ্ত হয়ে পড়ে। রোহিত-বিরাটের সঙ্গেও নাকি গম্ভীরের বিবাদ হয়েছিল বলেই খবর হয়েছিল। দলের হেডমাস্টার বিরাট-রোহিতদের সাফ বুঝিয়ে দিয়েছিলেন যে, তাঁর ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গিয়েছে। সংবাদমাধ্যমে এও লেখা হয়েছিল যে, গম্ভীর নাকি ড্রেসিংরুমে বিস্ফোরক কথা বলেছিলেন। তিনি দলের সকলকে কড়া ভাষায় বলেছিলেন, 'আমি অনেক সহ্য করেছি, তবে আর নয়! তোমরা কি এবার জেগে উঠবে? আমি এতদিন কিছু বলিনি বলে বিষয়টা হাল্কা ভাবে একদমই নিও না।' সাজঘরে গম্ভীরের কথা বাইরে আসতেই উত্তাল হয় ভারতীয় ক্রিকেট!
photos
TRENDING NOW
3/5
গৌতম গম্ভীর সাংবাদিক বৈঠক
গম্ভীর সাংবাদিক বৈঠকে এসে বলেছিলেন, 'ড্রেসিংরুমে কোচ এবং খেলোয়াড়ের মধ্যে বিতর্ক থাকবেই, তবে যা বেরিয়েছে তা শুধুই রিপোর্ট, সত্য নয়।' গম্ভীরের আরও সংযোজন, 'সৎ লোকজন যতদিন ড্রেসিংরুমে থাকবে ততদিন ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতে থাকবে। পারফরম্যান্সই একমাত্র জিনিস যা আপনাকে ড্রেসিংরুমে রাখে,সাজঘরের কথোপকথনে সততাই ছিল। দলের একটিই প্রবণতা এবং সেখানে একটিই আলোচনা। এটিই দলের প্রথম আদর্শ যা গুরুত্বপূর্ণ। দলের দরকারেই খেলতে হবে। টিম স্পোর্টসেও স্বাভাবিক খেলা সম্ভব,দলের প্রয়োজনে আপনাকে একটি নির্দিষ্ট ভাবেই খেলতে হবে।'
4/5
ভারতীয় ক্রিকেট বোর্ডের রিভিউ বৈঠক
গত রবিবার মুম্বইয়ে বিসিসিআই এক বিশেষ বৈঠক ডেকেছিল। বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনির নেতৃত্বে সেই বৈঠকে ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত্ সইকিয়া, ডাকা হয়েছিল দলের হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকেও। অস্ট্রেলিয়ার মাটিতে ভরাডুবি এবং ভারতীয় ক্রিকেটের আগামীর নীলনকশা তৈরি করতেই প্রায় দুই ঘণ্টা ধরে চলেছিল এই রিভিউ সেশন! যেখানে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ভরাডুবির ময়নাতদন্ত হওয়ার পাশাপাশি আগামীর রূপরেখাও তৈরি হয়। সেখানেই গম্ভীর জানিয়েছেন যে, দলের কোন ক্রিকেটার মিডিয়াকে ভিতরের খবর ফাঁস করেছেন।
5/5
তারকা ব্যাটারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গম্ভীর!
গম্ভীর বৈঠকে জানিয়েছেন যে, দলের তরুণ তুর্কি সরফরাজ খানই ভিতরের কথা বাইরে এনেছেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে, যতদিন গম্ভীর ভারতীয় দলের দায়িত্বে থাকবেন, ততদিন সরফরাজের কেরিয়ার নিয়ে প্রশ্ন থাকবে। সরফরাজ কিন্তু অস্ট্রেলিয়ায় একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। সরফরাজের বিরুদ্ধে গম্ভীরের কাছে আদৌ কোনও প্রমাণ আছে কিনা, তা নিয়েও আবার প্রশ্ন উঠেছে। গম্ভীর বৈঠকে এও জানিয়েছেন যে দলের ভিতর রয়েছে চরম 'শৃঙ্খলাহীনতা'! একাধিক ক্রিকেটার শৃঙ্খলার ধার ধারেন না।
photos