Space Docking| ISRO: মহাকাশে মহামিলন, মহাশূন্যে 'ডকিং' ইসরোর ২ কৃত্রিম উপগ্রহের

Jan 16, 2025, 12:23 PM IST
1/5

স্পেস ডকিং

স্পেস ডকিং

মহাকাশ গবেষণায় এলিট ক্লাসে ঢুকে পড়ল ভারত। বহস্পতিবার সকালে মহাকাশে দুটি স্যাটেলাইটকে জুড়ে দিতে সফল হল ইসরো।  

2/5

এলিট ক্লাবে ভারত

এলিট ক্লাবে ভারত

আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত চতুর্থ দেশ যে সফলভাবে ডকিংয়ের কাজ করে ফেলল ভারত। এর ফলে মহাকাশে স্পেশ স্টেশন তৈরি পর একধাপ এগিয়ে গেল ভারত।

3/5

ইসরো

ইসরো

সোশ্য়াল মিডিয়ায় ইসরোর তরফে এক পোস্ট বলা হয়েছে, ভারতই হল চতুর্থ দেশ যে মহাকাশে ডকিংয়ে সফল হল। আমাদের গোট টিমকে শুভেচ্ছা। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। অত্যন্ত নিখুঁতভাবে ডকিং করা হয়েছে।

4/5

যান্ত্রিক ত্রুটি

যান্ত্রিক ত্রুটি

এই ডকিংয়ের কাজটি করার কথা ছিল গত ৭ জানুয়ারি ও ৯ জানুয়ারি। তবে যান্ত্রিক ত্রুটির জন্য তা পিছিয়ে যায়।  

5/5

স্পেস স্টেশন

স্পেস স্টেশন

গত ৩০ ডিসেম্বর উত্ক্ষেপণ করা ২ স্যাটেলাইটটি। উপগ্রহ দুটির মধ্যে স্পেডেক্স ১ হল চেজার। স্পেডেক্স ২ টার্গেট। গত ১২ জানুয়ারি পরীক্ষা করে দেখা হয়ে ওই ২ স্যাটেলাইটের ১৫ মিটার ও ৩ মিটারের মধ্যে আসতে পারছে কিনা।  এই ডকিং হয়ে যাওয়ার ফলে মহাকাশে স্পেশস্টেশন স্থাপনে একধাপ এগিয়ে গেল ভারত। এটি কাজ লাগবে চন্দ্রাভিযানেও।