1/5
স্যানসাভেরিয়া : এর একটা মজাদার নামও আছে- "মাদার-ইন-লজ টাঙ" মানে... না থাক, মানেটা না হয় অন্যদিন ব্যাখ্যা করব। গাছের বিষয়ে এটুকুই বলতে পারি, এই গাছটির মতো সহনশীল, সুন্দর ও সহজ গাছ খুব কমই আছে। দুপাশে হলুদ দাগসহ, অথবা শুধু সবুজ রঙের হয়। একটা বড় পাতা পুরোটা তুলে কেটে কেটে বসিয়ে দিলেই দিব্যি গাছ হবে। তবে হ্যাঁ, ২-৩ মাস ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হতে পারে। তবে একবার ধরে গেলে বেশ তাড়াতাড়ি বাড়তে থাকে।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
photos