Women Kho Kho World Cup 2025: গতির কাছে হার, খো খো বিশ্বকাপে নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

Jan 19, 2025, 22:07 PM IST
1/5

খো খো বিশ্বকাপ

খো খো বিশ্বকাপ

খো খো বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নেপালকে একপ্রকার উডিয়ে দিয়ে প্রথম খো খো বিশ্বকাপের মুকুট তুলে নিল ভারতের মেয়েরা।

2/5

নেপাল

নেপাল

নেপালের বিশ্বকাপ টিমকে ৭৮-৪০ পয়েন্টে দুরমুশ করলে প্রিয়াঙ্কা ইংলের ভারত। ভারতের গতির কাছে হার মানল প্রতিবেশী দেশ।

3/5

অপ্রতিরোধ্য ভারত

অপ্রতিরোধ্য ভারত

খেলার প্রথম রাউন্ডেই ভারত এগিয়ে যায় ৩৪-০ পয়েন্টে। তবে পরের রাউন্ডে পাল্টা লড়াই দেয় নেপাল। দ্বিতীয় রাউন্ডের শেষে পয়েন্ট দাঁড়ায় ৩৫-২৪। কিন্তু তৃতীয় রাউন্ডে অতিরিক্ত ৩৮ পয়েন্ট আদায় করে নেয় ভারতের মেয়েরা।

4/5

নাজেহাল নেপাল

নাজেহাল নেপাল

৪৯ পয়েন্টে এগিয়ে থাকা ভারতকে ঠেকাতে হিমশিম খেয়ে যায় নেপাল। শেষপর্যন্ত ৭৮-৪০ পেয়েন্টে কাপ তুলে নেয় ভারত।

5/5

অপরাজেয় ভারত

অপরাজেয় ভারত

গোটা টুর্নামেন্টেই অপরাজিত ছিল ভারতের মেয়েরা। ভারতের মেয়েরা দক্ষিণ কেরিয়ার বিরুদ্ধে জেতে ১৫৭ পয়েন্টে। ইরানের বিরুদ্ধে তারা জেতে ৮৪ পয়েন্টে। মালয়েশিয়ার বিরুদ্ধে জেতে ১০০-২০ পয়েন্টে।