Saif Ali Khan Stabbed: কেন ১৪ দিনের জেল হেফাজত দিল না আদালত? সইফকাণ্ডে নয়া মোড়...

Saif Ali Khan Stabbed: খান পরিবারের থেকে পুলিসের কাছে দেওয়া একটি বিবৃতি অনুসারে আক্রমণকারী, সইফ এবং করিনা কাপুর খানের ছোট ছেলে জাহাঙ্গীর আলি খানের ক্ষতি করার হুমকি দিয়েছিলেন এবং ১ কোটি টাকা মুক্তিপণের দাবিও করেছিলেন বলে জানা যাচ্ছে।

Jan 19, 2025, 20:19 PM IST
1/6

চাঞ্চল্যকর তথ্য

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, মুম্বই পুলিস অবশেষে থানে থেকে বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করার কয়েক ঘন্টা পরে জানতে পারে, তিনি নিজেকে সকলের থেকে আড়াল করার জন্য পুলিসকে প্রাথমিকভাবে একটি ভুয়ো পরিচয় দিয়েছিলেন। 

2/6

জানিয়েছিল

ধৃত হামলাকারী পুলিসকে আগে জানিয়েছিলেন তার নাম বিজয় দাস, সইফের উপর হামলার তিন দিন পর রবিবার ভোরে মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। ধৃত হামলাকারী মহম্মদ সরিফুল আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারী। ৫-৬ মাস আগে মুম্বইতে এসেছিলেন তিনি।

3/6

গ্রেফতার

ডিসিপি জোন-৬ নবনাথ ধভালের দল এবং কাসারভাদাভালি পুলিসের যৌথ অভিযানে থানের হিরানন্দানি এস্টেটের টিসিএস কল সেন্টারের পিছনে একটি মেট্রো নির্মাণ সাইটের কাছে একটি শ্রমশিবির থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

4/6

পুলিসি হেফাজত

যদিও পুলিস আবেদন করেছিল ১৪ দিনের পুলিসি হেফাজতের। কিন্তু আদালত খালি পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। 

5/6

আসল নাম

জিজ্ঞাসাবাদের সময়, একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যক্তির আসল নাম মহম্মদ সরিফুল, বিজয় দাস নয়। ধরা পড়ার ভয়ে সে পুলিসের কাছে মিথ্যা নাম দিয়েছে বলে জানা যাচ্ছে।

6/6

গুরুতরভাবে আহত

১৬ জানুয়ারী, অভিনেতা সইফ আলী খান গুরুতরভাবে আহত হন যখন অভিযুক্ত বান্দ্রায় অবস্থিত সইফের বাসভবনে প্রবেশ করেন, প্রায় ২:৩০ এর দিকে বাড়িতে ডাকাতির চেষ্টা করেন তিনি। যখন সইফ তাঁর পরিবারকে বাঁচাতে ঝাপিয়ে পরেন অভিযুক্তর ওপর তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তাঁকে আক্রমণ করেন ছুরি নিয়ে এবং এরফলে ছয়টি ক্ষতর সৃষ্টি হয় সইফের। তা নিয়ে তিনি তাঁর ছোট ছেলের সাহায্যে লীলাবতী হাসপাতালে ভর্তি হন।