Sweta-Rubel Marriage Photo: 'চোখ তুলে দেখো না, কে এসেছে...', নাচতে নাচতে মন্ডপে বর-কনে! বৈদিকমতে বিয়ে রুবেল-শ্বেতার...

Sweta-Rubel Wedding: বিয়ে করলেন ছোটপর্দার দুই তারকা রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। রবিবার দমদমে বসেছিল বিয়ের আসর। বৈদিক মতে বিয়ে করেন তাঁরা। নাচতে নাচতে মন্ডপে আসেন দুই তারকা। ঝড়ের গতিতে ভাইরাল তাঁদের নাচ।  

| Jan 19, 2025, 22:20 PM IST
1/11

শ্বেতা-রুবেলের বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার বিয়ে করলেন ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। 

2/11

শ্বেতা-রুবেলের বিয়ে

একেবারে সাবেকি সাজে নজরকাড়া শ্বেতা ও রুবেল। শ্বেতা পরেছিলেন লাল বেনারসি, সঙ্গে মানানসই সোনার গহনা। অন্যদিকে রুবেল পরেছেন সাদা ধুতি পাঞ্জাবী। 

3/11

শ্বেতা-রুবেলের বিয়ে

বৈদিক মতো বিয়ে করেন তাঁরা। একে অপরকে পরিয়েদিলেন সিঁদুর। 

4/11

শ্বেতা-রুবেলের বিয়ে

তবে এরই মাঝে ভাইরাল বর কনের নাচ। 'চোখ তুলে দেখো না, কে এসেছে', বিয়ে করতে এসে প্রসেনজিতের জনপ্রিয় গানে চুটিয়ে নাচলেন রুবেল। 

5/11

শ্বেতা-রুবেলের বিয়ে

বরের সঙ্গে তাল মেলালেন শ্বেতার পরিবারের মহিলারাও। 

6/11

শ্বেতা-রুবেলের বিয়ে

নব্বইয়ের জনপ্রিয় হিন্দি গানে নাচতে নাচতে মন্ডপে এলেন শ্বেতা। 

7/11

শ্বেতা-রুবেলের বিয়ে

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল বর-কনের নাচ। 

8/11

শ্বেতা-রুবেলের বিয়ে

বিয়ের দিন সকালে গায়ে হলুদে পরেছিলেন হলুদ শাড়ি, সঙ্গে ফুলের গয়না। 

9/11

শ্বেতা-রুবেলের বিয়ে

সমস্ত রীতিনীতি মেনেই সম্পন্ন হয় গায়ে হলুদের অনুষ্ঠান। 

10/11

শ্বেতা-রুবেলের বিয়ে

আইবুড়োভাতের দিন পরেছিলেন গোলাপী শাড়ি। সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। 

11/11

শ্বেতা-রুবেলের বিয়ে

বিয়ের আগের দিন মেহেন্দি পরেন শ্বেতা। এদিন সেজেছিলেন সবুজ রঙের সিল্কের শাড়িতে।