Aggression by the Animal: বাঘের আতঙ্কে যখন ঘুম উড়েছে গোটা জঙ্গলমহলের তখন এ কার ভয়ে কাঁপছে বাঁকুড়া?

Aggression by the Animal: বাঘ নয়, এটা নিশ্চিত। সম্পূর্ণ অন্য এক প্রাণীর ভয়ে লোকে এখন আতঙ্কে! কোথায় ঘটেছে এমন? কী এমন প্রাণী, যার ভয়ে এই অবস্থা?

| Jan 13, 2025, 16:58 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঘের আতঙ্কে যখন কাঁপছে ঝাড়গ্রাম,পুরুলিয়া ও বাঁকুড়ার সীমানাবর্তী এলাকা তখন সম্পূর্ণ অন্য এক জন্তুর আতঙ্কে কাঁপছে বাঁকুড়া। ইতিমধ্যেই এই প্রাণীর কামড়ে আহত হয়েছেন এলাকার মানুষজন। আতঙ্কে দিনেরবেলাতেও বাড়ির বাইরে পা রাখতে ভয় পাচ্ছেন এলাকাবাসী। 

1/6

কোতুলপুরে

কোথায় ঘটেছে এমন? বাঁকুড়ায়। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের দেশড়া-কোয়ালপাড়া এলাকায়। (তথ্য: মত্যুঞ্জয় দাস) 

2/6

কামড়ে

সেখানে ইতিমধ্যেই প্রাণীটির কামড়ে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তবে সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়াও হয়েছে। (তথ্য: মত্যুঞ্জয় দাস) 

3/6

সারমেয়

বাঘ নয়, হ্যান নয়, ত্যান নয়, তাহলে কী এমন প্রাণী, যার ভয়ে এমন অবস্থা? জানা গিয়েছে চেনা প্রাণীই। কুকুর। তবে কিনা পাগলা কুকুর। যা রীতিমতো ভয়ংকর। (তথ্য: মত্যুঞ্জয় দাস) 

4/6

পোষা কুকুর পাগল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুরের দেশড়া-কোয়ালপাড়া এলাকায় এক ব্যক্তির পোষা কুকুর সম্প্রতি পাগল হয়ে গিয়েছে। প্রথমে ওই কুকুরের কামড়ে একাধিক গবাদি পশু আহত হয়। এরপর গত দুদিন পাগলা কুকুরটির আক্রমণের লক্ষ্য হয় এলাকার মানুষজন। (তথ্য: মত্যুঞ্জয় দাস) 

5/6

দেখলেই আক্রমণ

স্থানীয়দের দাবি, গত দু-দিনে যে ব্যক্তি ওই কুকুরের সামনে পড়েছে তারই শরীরে কামড় বসিয়েছে এটি। কুকুরটির আক্রমণে গত দুদিনে এলাকার কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত হয়েছেন স্থানীয় একজন ভিলেজ পুলিসও। সকলেরই প্রাথমিক চিকিৎসা হয়েছে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে। (তথ্য: মত্যুঞ্জয় দাস)

6/6

দিনেও আতঙ্ক

এদিকে ওই পাগল কুকুরের হাত থেকে বাঁচতে অন্ধকার নামলেই গৃহবন্দি হয়ে পড়ছেন এলাকার মানুষজন। এমনকি দিনেরবেলাতেও লোকে পারতপক্ষে বেরোচ্ছেন না। বেরোলে হাতে লাঠি নিয়ে তবেই রাস্তায় নামছেন। অবিলম্বে কুকুরটিকে ধরে তার চিকিৎসা করা হোক, দাবি স্থানীয় মানুষের। (তথ্য: মত্যুঞ্জয় দাস)