Gold Discovered: ছপ্পড় ফাড়কে! হাতে যেন সাতরাজার ধন! মাটির নীচে এ কী? জ্বলজ্বল করছে ৮০ হাজার কোটি টাকার সোনা..

Gold Discovered: ছপ্পড় ফাড়কে! এই কি সেই মহাখাজানা! যা পেয়ে রাতারাতি ধনী হয়ে উঠল দেশ?

| Jan 13, 2025, 20:50 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্থিক অনটনের মধ্যেই এ কী! একেবারে রাশি-রাশি সোনা লাভ! এই কি সেই মহাখাজানা! যা পেয়ে রাতারাতি ধনী হয়ে উঠল দেশ?

1/6

গুপ্তধন

সহসা মিলল বিপুল সোনা। প্রায় সেই গুপ্তধন পাওয়ার মতো।

2/6

৮০ হাজার কোটি টাকা

২৮ লক্ষ তোলা সোনা মিলেছে। যার মূল্য ৮০ হাজার কোটি টাকা!

3/6

পাক-ভূমে

এটা অবশ্য পাকিস্তানের ঘটনা। পাকিস্তানে এই ৮০ হাজার কোটি টাকা মূল্যের সোনা মিলেছে। এই মূল্য নির্ধারণ করা হয়েছে স্বাভাবিক ভাবেই পাকিস্তানি টাকায়।

4/6

মাটির নীচে

প্রাক্তন পাকিস্তানি খনি মন্ত্রী এই খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, অ্যাটকে এই সোনা মিলেছে। 

5/6

১২৭টি সাইট চিহ্নিত

প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ একটি অঞ্চলের মোট ১২৭টি সাইট চিহ্নিত করে এই সন্ধান চলছিল। ভূতত্ত্ববিদদের সহায়তায় কাজটি করা গিয়েছে।

6/6

ঘুরে দাঁড়াবে পাকিস্তান?

এর ফলে কি ঘুরে দাঁড়াবে পাকিস্তান? দেশটি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ভাবে ধুঁকছে। এই সোনা-প্রাপ্তি দেশটিকে হয়তো শ্বাস নেওয়ার একটা জায়গায় পৌঁছে দেবে। দেখা যাক!