EXPLAINED | Future Of Virat Kohli-Rohit Sharma: প্রায় ২ ঘণ্টার টানা বৈঠক! লেখা হল রোহিত-কোহলির ভবিষ্যৎ, চরম পদক্ষেপ নিল বিসিসিআই...

Future Of Virat Kohli-Rohit Sharma: বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ ঠিক কোন পথে! অবশেষে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে ফেলল বিসিসিআই  

Jan 13, 2025, 19:12 PM IST
1/7

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ICC Champions Trophy 2025

১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে ৫০ ওভারের আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। আর এই সিরিজের পরেই কার্যত আনুষ্ঠানিক ভাবে ভারতীয় দলের দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ! যা খবর তাতে করে মনে করা হচ্ছে বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বোর্ড!

2/7

বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ

Future Of Virat Kohli-Rohit Sharma

গত রবিবার মুম্বইয়ে বিসিসিআই এক বিশেষ বৈঠক ডেকেছিল। বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনির পৌরহিত্য়ে সেই বৈঠকে ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত্‍ সইকিয়া, ডাকা হয়েছিল হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকে। অস্ট্রেলিয়ার মাটিতে ভরাডুবি এবং ভারতীয় ক্রিকেটের আগামীর নীলনকশা তৈরি করতেই প্রায় দুই ঘণ্টা ধরে চলেছে এই রিভিউ সেশন! যেখানে আলোচনা হয়েছে, বর্ডার-গাভাসকর ট্রফিতে কোথায় হল ভুল, কী কী খামতি ছিল ভারতের, কোন কোন দিকে মেরামতি প্রয়োজন। 

3/7

বিসিসিআই-এর বৈঠকে কী কী হল

BCCI Meeting

এক সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় মিডিয়া লিখেছে, 'বিস্তারিত বৈঠকে আলোচনা হল অস্ট্রেলিয়ায় দলের পারফরম্যান্স নিয়ে, বিশেষত ব্যাটিং লাইনআপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ম্যানেজমেন্ট বুঝতে চেয়েছিল কেন ভারতীয় ব্যাটাররা শক্তিশালী হওয়া সত্ত্বেও পারফর্ম করতে পারল না। মূল কারণগুলি চিহ্নিত করা এবং কীভাবে সেগুলি সংশোধন করা যায় তার উপরও জোর দেওয়া হয়েছে।'

4/7

বিরাট-রোহিতের মূল্যায়ন!

Future Of Virat Kohli-Rohit Sharma

টেস্ট দলের অধিনায়কত্বের সঙ্গে এবং রোহিত-বিরাটের দলের অবস্থান নিয়েও ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই বিষয়ে ওই মিডিয়ার রিপোর্ট, 'এখন কিছুই হবে না, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে নেতৃত্ব পরিবর্তনের কথা বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট। যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে অধিনায়কত্ব বদলের বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে। বিরাটকেও জানানো হয়েছে যে, তাকে রান করতে হবে, বিরাট-রোহিতের দু'জনকেই টেস্ট দল থেকে বাদ দেওয়া হবে না। সবকিছুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের পারফরম্যান্সের উপর নির্ভর করছে।'  

5/7

বিসিসিআই-এর বৈঠকে কী কী হল

BCCI Meeting

এক সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় মিডিয়া লিখেছে, 'বিস্তারিত বৈঠকে আলোচনা হল অস্ট্রেলিয়ায় দলের পারফরম্যান্স নিয়ে, বিশেষত ব্যাটিং লাইনআপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ম্যানেজমেন্ট বুঝতে চেয়েছিল কেন ভারতীয় ব্যাটাররা শক্তিশালী হওয়া সত্ত্বেও পারফর্ম করতে পারল না। মূল কারণগুলি চিহ্নিত করা এবং কীভাবে সেগুলি সংশোধন করা যায় তার উপরও জোর দেওয়া হয়েছে।'  

6/7

বিরাট-রোহিতের মূল্যায়ন!

Rohit Sharma And Virat Kohli’s Performance

টেস্ট দলের অধিনায়কত্বের সঙ্গে এবং রোহিত-বিরাটের দলের অবস্থান নিয়েও ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই বিষয়ে ওই মিডিয়ার রিপোর্ট, 'এখন কিছুই হবে না, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে নেতৃত্ব পরিবর্তনের কথা বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট। যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে অধিনায়কত্ব বদলের বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে। বিরাটকেও জানানো হয়েছে যে, তাকে রান করতে হবে, বিরাট-রোহিতের দু'জনকেই টেস্ট দল থেকে বাদ দেওয়া হবে না। সবকিছুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের পারফরম্যান্সের উপর নির্ভর করছে।'  

7/7

ক্রিকেটারদের আর বাছাই করার গল্প নেই

Players Picking And Choosing Cricket

অনেক ক্রিকেটারই দ্বিপাক্ষিক সিরিজ এবং ঘরোয়া টুর্নামেন্টে বাছাই করে খেলছেন। কিন্তু সেসব আজ অতীত। রিপোর্টে এই বিষয়ে বলা হচ্ছে, 'বেছে নির্বাচন করার আর অনুমতি দেওয়া হবে না ক্রিকেটারদের। যে নির্দেশ খেলোয়াড়দের পাশাপাশি নির্বাচকদেরও জানানো হয়েছে।' বোঝাই যাচ্ছে অস্ট্রেলিয়ার ধাক্কা কাটিয়ে ভারত আবার ঘুরে দাঁড়িয়ে কিছু করে দেখাতে বদ্ধপরিকর