IND vs ENG | Eden Gardens: ইডেনে ইংরেজ দ্বৈরথ, জানুন টিকিট বিক্রির দিনক্ষণ থেকে দাম, এক ক্লিকে সব উত্তর
IND vs ENG At Eden Gardens: শীতের তিলোত্তমায় ক্রিকেটের উষ্ণতা, টিকিট বিক্রির দিনক্ষণ থেকে দাম, সব জেনে নিন স্লাইড সরিয়ে
1/6
ভারত বনাম ইংল্যান্ড
গত ১১ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল বেছে নিয়েছে অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ। শেষ ২ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শীতের তিলোত্তমায় ক্রিকেটের নন্দনকাননে ইংরেজ দ্বৈরথ উপভোগ করতে মুখিয়ে 'সিটি অফ জয়'।
2/6
ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াড
photos
TRENDING NOW
3/6
ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি
4/6
ইডেন ম্যাচের টিকিট বিক্রি শুরু কবে থেকে?
সোমবার বিজ্ঞপ্তি দিয়ে টিকিটের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। ১৪ থেকে ১৬ জানুয়ারি, অর্থাত্ আগামিকাল থেকে টানা তিনদিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বক্স অফিস টিকিট বিক্রি হবে। দীর্ঘদিন পর আবার অফলাইনে টিকিট বিক্রি হবে। মানে লাইন দিয়ে দাঁড়িয়ে কাউন্টার থেকে কাটা যাবে টিকিট। যে ছবির সঙ্গে একসময়ে কলকাতাবাসী ভীষণ পরিচিত ছিল। এই টিকিট বিক্রি হবে ইডেনের চার নম্বর গেট থেকে।
5/6
ইডেন ম্যাচের টিকিটের দাম কী রাখা হয়েছে?
6/6
অফলাইনেও কি টিকিট বিক্রি হবে? কারা বিক্রি করবে সেই টিকিট?
photos