EXPLAINED | Indian Cricket's Future Plan: অবিশ্বাস্য ৬৬৪ গড়! ২০১৬-র পর খেলেননি ভারতের হয়ে, নির্বাচকদের ভাবনায় ফের ব্রাত্যজন
This Star In Indian Selection Fray: এই ভারতীয় তারকা ফের একবার নির্বাচকদের ভাবনায়! তিনি সম্প্রতি যা করেছেন তা চমকে দেওয়ার মতো...
1/7
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে ৫০ ওভারের আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। আর এই সিরিজের পরেই কার্যত আনুষ্ঠানিক ভাবে ভারতীয় দলের দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্য়ত্! যা খবর তাতে করে মনে করা হচ্ছে বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বোর্ড!
2/7
বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্য়ত্
গত রবিবার মুম্বইয়ে বিসিসিআই এক বিশেষ বৈঠক ডেকেছিল। বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনির পৌরহিত্য়ে সেই বৈঠকে ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত্ সইকিয়া, ডাকা হয়েছিল হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকে। অস্ট্রেলিয়ার মাটিতে ভরাডুবি এবং ভারতীয় ক্রিকেটের আগামীর নীলনকশা তৈরি করতেই প্রায় দুই ঘণ্টা ধরে চলেছে এই রিভিউ সেশন! বিরাট-রোহিতকে আরও অনেক বেশি সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়েছে বলেই আপডেট। আর ঠিক এই পরিস্থিতিতেই অজিত আগরকরের নির্বাচক কমিটির ব়্যাডারে চলে এলেন জাতীয় দলের হারিয়ে যাওয়া নক্ষত্র! যিনি ২০১৬ সালের পর দেশের জার্সিতে ওডিআই ও ২০১৭ সালের পর টেস্ট খেলেননি। করুণ নায়ারকেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর ভাবনা শুরু করে দিয়েছে বিসিসিআই! এমনটাই এখন রিপোর্ট।
photos
TRENDING NOW
3/7
বিজয় হাজারে ট্রফিতে আগুনে ফর্মে করুণ
ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের ঐতিহ্য়বাহী সংস্করণ বিজয় হাজারে ট্রফি। আর এই ট্রফিতেই নায়ার প্রতিনিয়ত রেকর্ড ভেঙে চলেছন। টুর্নামেন্টের শেষ ৭ ম্যাচে করুণ করেছেন ৬৬৪-এর গড়ে ৬৬৪ রান। নায়ারের স্কোরকার্ড যেরকম দেখাচ্ছে এখন- ১১২*, ৪৪*, ১৬৩*, ১১১*, ১১২* ও ১২২*। শেষ চার ম্যাচে টানা সেঞ্চুরি করলেন। অধিনায়ক নায়ারের ব্যাটিং বিক্রমেই বিদর্ভ সহজেই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।
4/7
নির্বাচকদের ভাবনায় করুণ নায়ার
5/7
বিদর্ভ-রাজস্থানের খেলার পর করুণ বলেছিলেন...
'ছ'সাত যখন আমি কোনও ক্রিকেট খেলিনি, তখন আমি শুধু নেট সেশনের জন্য প্রতিদিন তিন ঘণ্টা জার্নি করতাম। আমার আর কোনও বিকল্পই ছিল না। আমাকে কোনও ফর্ম্যাটের জন্যই বিবেচনা করা হয়নি। সেই সময়ে আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমাকে এগিয়ে যেতে হয়েছিল এবং নিজের উপর কাজ করেছি। এগিয়ে যাওয়া আমার সহজ ছিল না, এটি কাটিয়ে উঠে নিজের ক্রিকেটীয় দক্ষতা এবং মানসিকতার উপর কাজ করতে আমার কয়েক মাস সময় লেগেছিল। আমি বলতে চাইব, আমি নিজেকে প্রস্তুত করছিলাম যাতে আরেকটি সুযোগ পাই! তখন যাতে কেউ আমাকে বাদ দেওয়ার আর কোনও অজুহাত না পায়। এর জন্য আমাকে ধারাবাহিক ভাবে রান করতেই হবে। আমার খেলায় ফিরতে কঠোর পরিশ্রম করেছি।'
6/7
করুণের ট্রিপল সেঞ্চুরি
যদি প্রশ্ন করা হয় যে, ভারতের হয়ে কারা কারা টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন? উত্তরটা হবে মাত্র দু'জন- বীরেন্দ্র শেহওয়াগ ও করুণ নায়ার। শেহওয়াগ তাঁর কেরিয়ারে দু'বার ত্রিশতরান করেছেন। ২০০৪ সালে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রান করেন তিনি। বীরুর পর ২০১৬ সালে করুণ ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৩০৩! করুণকে ভারতীয় ক্রিকেট প্রায় ভুলেই গিয়েছে। মাত্র ৬টি টেস্ট ও ২টি ওডিআই খেলতে পেরেছেন ৩৩ বছরের যোধপুরে জন্মানো ক্রিকেটারের। ২০২৬-১৭ সালের পর আর কখনও দেশের জার্সি গায়ে চাপানো হয়নি তাঁর। এরপর থেকে তিনি নিয়মিত ঘরোয়া ক্রিকেট ও আইপিএল খেলেন।
7/7
আইপিএলে কোন টিমে খেলবেন করুণ নায়ার?
photos