হবু বরকে পাশে নিয়েই আইবুড়োভাত খেলেন Iman Chakraborty, দেখুন অ্যালবাম

Dec 22, 2020, 15:27 PM IST
1/8

আইবুড়োভাত খেলেন ইমন চক্রবর্তী। নীলঞ্জন ঘোষের পাশে বসেই বিয়ের অনুষ্ঠান শুরুর আগে পাতপেড়ে খেলেন জনপ্রিয় গায়িকা। 

2/8

শাড়ির সঙ্গে সুন্দর করে গয়নায় সেজে আইবুড়োভাত খেতে বসেন ইমন চক্রবর্তী।  আইবুড়োভাত খেতে বসলেও ইমনের হাতের বালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তাঁর ট্যাটু 

3/8

হবু স্বামী নীলাঞ্জন ঘোষকে সঙ্গে নিয়েই আইবুড়োভাত খেতে বসেন ইমন চক্রবর্তী। হাসি মুখে দিতে শুরু করেন একের পর এক পোজ

4/8

আইবুড়োভাতের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মাছের পদ, পাঁচ রকমে ভাজা-সহ বিভিন্ন খাবারে সাজিয়ে দেওয়া হয় ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষের থালা 

5/8

হাসিমুখে আইবুড়োভাত খেয়ে ওঠেন ইমন এবং নীলাঞ্জন। পাশাপাশি বিয়ের আগে থেকেই এবার নিজেদেরকে 'নীলামন' বলেই ডাকতে শুরু করেছেন ইমন চক্রবর্তী 

6/8

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই 'নীলামন' বলে নতুন এই জুটির নাম শেয়ার করেন ইমন। আইবুড়োভাত খেতে বসে নতুন জীবন শুরুর আগে বড়দের আর্শীবাদও নেন ইমন, নীলাঞ্জন 

7/8

সম্প্রতি নীলাঞ্জন ঘোষের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন ইমন চক্রবর্তী। সেই ছবি ও ইমন শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে

8/8

ইমন, নীলঞ্জনের আইবুড়োভাত খাওয়ার ছবি দেখে গায়িকার অনুরাগীরা ভালবাসা প্রকাশ করতে শুরু করেন। নতুন জীবন শুরুর আগে ভালবাসায় ভরিয়ে দেন দুজনকে