EXPLAINED | Virat Kohli: 'কিং ইজ নো মোর!' কেরিয়ারের জঘন্যতম বছর কি?

EXPLAINED | Virat Kohli: কিন্তু সম্প্রতি অফ ফর্মের কারণে ক্রমশ সেই তালিকা থেকে পিছিয়ে পড়ছেন কোহলি। বারবার অফ স্টাম্পের বাইরের বলে পরাজিত হয়েছেন।

Dec 31, 2024, 20:49 PM IST
1/7

কিং কোহলি

কিং কোহলি বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। ৮১টি আন্তর্জাতিক শতরান। এছাড়াও তাঁর নামে রয়েছে একাধিক রেকর্ডস। কিন্তু সাম্প্রতিক বর্ডার-গাভাসকার সিরিজে আউট অফ ফর্মের কারণে পিছিয়ে পড়েছেন বিরাট।

2/7

কোহলির সবথেকে খারাপ বছর

প্রাক্তন ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন কোহলির সবথেকে খারাপ বছর গেল এটি। ৩৬ বছর বয়সী বিরাট এই বছর মোট ৩২টি আন্তর্জাতিক ইনিংস খেলেছেন। রান করেছেন ৬৫৫ গড়ে ২১.৮৩।

3/7

নিম্নতম স্কোর

ক্রিকেট জগতে ডেবু ম্যাচের পর সবচেয়ে নিম্নতম স্কোর তাঁর এটি।   

4/7

শূন্যতে আউ

কোহলি একটি সেঞ্চুরি, ২টি অর্ধ শতরান এবং ৪ বার শূন্যতে আউট হয়েছেন।

5/7

অ্যাভারেজ

উল্লেখ্য, কোহলির ব্যাটিং অ্যাভারেজ ২০২৩ সালে ৬৬.০৬ ছিল। 

6/7

একাধিক রেকর্ড

নিজের দেশের হয়ে একাধিক রেকর্ড থাকার কারণে এবং দলের প্রতি অবদানের কারণে বিরাট ছাড়াও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের জো রুটকে নিয়ে তৈরি হয়েছিল ফ্যাব ফোর। 

7/7

অফ ফর্ম

কিন্তু সম্প্রতি অফ ফর্মের কারণে ক্রমশ সেই তালিকা থেকে পিছিয়ে পড়ছেন কোহলি। বারবার অফ স্টাম্পের বাইরের বলে পরাজিত হয়েছেন। বক্সিং ডে টেস্টে কোহলি দুই ইনিংসেই অফ স্টাম্পের বাইরের ব্যাটে ছুঁইয়ে আউট হয়েছেন।