LPG Price: গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা কমল! নতুন বছর পড়তে না পড়তেই বড় স্বস্তি...

LPG price Lowering: মঙ্গলবার বর্ষবরণের লগ্নেই এসে গেল এক স্বস্তির খবর। কী খবর?

| Dec 31, 2024, 19:39 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অকল্যান্ড-সিডনি থেকে ধর্মতলা-পার্ক স্ট্রিট-- একসুতোয় বাঁধা পড়েছে আজ, মঙ্গলবার বর্ষবরণের লগ্নে। আর এই লগ্নেই এসে গেল একটা স্বস্তির খবর। কী খবর?

1/6

দাম কমল

দাম কমল গ্যাসের। এক ধাক্কায় অনেকটাই। (তথ্য: অয়ন ঘোষাল)

2/6

১৬ টাকা

কতটা কমল? সিলিন্ডার প্রতি ১৬ টাকা। (তথ্য: অয়ন ঘোষাল) 

3/6

নববর্ষে স্বস্তি

এটুকুতেই সামান্য স্বস্তি নিউ ইয়ারে। (তথ্য: অয়ন ঘোষাল) 

4/6

নববর্ষেই নতুন দাম

নতুন দাম কার্যকর হবে আগামীকাল, বুধবার ১ জানুয়ারি থেকেই!   (তথ্য: অয়ন ঘোষাল) 

5/6

সকাল ৬টা থেকেই

সকাল ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। (তথ্য: অয়ন ঘোষাল) 

6/6

বাণিজ্যিক

তবে, এই দাম কমাটা ডোমেস্টিক সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই দামটা কমেছে ১৯ কিলোর বাণিজ্যিক গ্য়াস সিলিন্ডারের। এর দাম চলছে ১৯১‍১ টাকা। কাল সকালে এর থেকে ১৬ টাকা কম দিতে হবে। ওদিকে ডোমেস্টিক সিলিন্ডারের দাম অপরিবর্তিতই। এই গ্যাসের দাম ৮২৯ টাকা। (তথ্য: অয়ন ঘোষাল)