Tigress Zeenat: শেষ হল বাংলা ভ্রমণ! অবশেষে বাড়ির পথে বাঘিনী জিনাত...

Tigress Zeenat: শরীরে কোনও আঘাত নেই। স্বস্তি চিকিৎসকদের। সাধারণত ৯ দিন একটানা তাড়া খেয়ে বেড়ালে যে ধরনের এক্সটারনাল আঘাত থাকতে পারে তার কোনোটাই ছিল না জিনাতের শরীরে। 

Dec 31, 2024, 20:30 PM IST
1/5

সিমলিপালের পথে জিনাত

কলকাতা থেকে সিমলিপালের পথে জিনাত। আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছে বাঘিনী। 

2/5

আঘাত নেই

 শরীরে কোনও আঘাত নেই। স্বস্তি চিকিৎসকদের। সাধারণত ৯ দিন একটানা তাড়া খেয়ে বেড়ালে যে ধরনের এক্সটারনাল আঘাত থাকতে পারে তার কোনোটাই ছিল না জিনাতের শরীরে।   

3/5

ছুঁয়ে দেখেনি

৯ দিনে জিনাত পর্যাপ্ত ছাগল মুরগি বা শুয়োরের মাংস খেয়েছে। ফলে পশু হাসপাতালের মাংস এখনও ছুঁয়ে দেখেনি সে। 

4/5

প্রভাব কাটতে

যদিও ৪টি ট্রানকুলাইজারের প্রভাব কাটতে কিছুটা হলেও সময় লেগেছিল।

5/5

সুস্থ জিনাত

আগেও একবার খাঁচায় বন্দী হয়েছিল, সম্ভবত ওড়িশার কোনও এলাকায়। কিছু উপসর্গ দেখে অনুমান করছেন ৩ বিশেষজ্ঞ চিকিৎসক। সিমলিপাল অরণ্যে সম্প্রতি জন্মানো বাঘের মধ্যে জিনগত পরিবর্তন ঘটছে। দাবি বন্যপ্রাণ বিশেষজ্ঞদের।  কলকাতা থেকে গ্রিনকরিডর করে নিয়ে যাবে কলকাতা পুলিস। বর্ডারে গিয়ে হাতবদল হবে। যদিও কলকাতা থেকেই ওড়িশার বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। সুস্থ রয়েছে জিনাত জানিয়েছে আলিপুর পশু চিকিৎসকরা।