EXPLAINED | BCCI's New Rules: আর থাকা যাবে না স্ত্রী-বান্ধবীর সঙ্গে! কড়া ফতোয়া জারি ভারতীয় ক্রিকেট বোর্ডের...
BCCI's New Rules: অস্ট্রেলিয়ায় ভরাডুবির পরেই আরও কঠিন হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, একের পর এক কড়া ফতোয়া জারি করে বদলানো হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড
1/5
বর্ডার-গাভাসকর ট্রফি
অজিভূমে চরম লজ্জা! ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের! অস্ট্রেলিয়া ৩-২ বিজিটি ২০২৪-২৫ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। বাইশ গজ এই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখবে ভারতকে ছাড়া। মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। রোহিত শর্মাদের অস্ট্রেলিয়ায় ভরাডুবিতে, রীতিমতো নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর রেয়াত নয়, এবার কড়া নিয়মেই দলকে বেঁধে মাঠের সেরাটা বার করে নিতে বদ্ধপরিকর রজার বিনির কোম্পানি।
2/5
বিসিসিআই-এর বৈঠক
ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে চুনকাম হয়েই অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে ভারত। জোড়া ধাক্কায় বিসিসিআই এবার চাইছে আমূল বদল। গত রবিবার মুম্বইয়ে বিসিসিআই এক বিশেষ বৈঠক ডেকেছিল। বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনির পৌরহিত্য়ে সেই বৈঠকে ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত্ সইকিয়া, ডাকা হয়েছিল হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকে। অস্ট্রেলিয়ার মাটিতে ভরাডুবি এবং ভারতীয় ক্রিকেটের আগামীর নীলনকশা তৈরি করতেই প্রায় দুই ঘণ্টা ধরে চলেছে এই রিভিউ সেশন! যেখানে আলোচনা হয়েছে, বর্ডার-গাভাসকর ট্রফিতে কোথায় হল ভুল, কী কী খামতি ছিল ভারতের, কোন কোন দিকে মেরামতি প্রয়োজন।
photos
TRENDING NOW
3/5
ভারতীয় দলের আগামী
টিম ইন্ডিয়ার আমূল বদলের নীলনকশা তৈরি হয়ে গিয়েছে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের কথা ভেবেই। আগামী জুনে ভারতের নতুন ডব্লিউটিসি সাইকেল শুরু। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। আগামী চার মাসে অনেক কিছুই ঘটতে চলেছে। সেই প্রক্রিয়া এখনই শুরু হয়ে গেল। এক সর্বভারতীয় মিডিয়ার রিপোর্ট, এবার ক্রিকেটারদের তাঁদের পরিবারের সঙ্গে কাটানো সময়ে কাঁচি চালাতে চলেছে বিসিসিআই। একগুচ্ছ নতুন নিয়ম লাগু করতে চলেছে বিসিসিআই!
4/5
বিসিসিআইয়ের নতুন নিয়ম যা যা হতে চলেছে
যদি কোনও টুর্নামেন্ট ৪৫ দিন বা তার বেশি সময় ধরে চলে, তাহলে ক্রিকেটারের পরিবার তাঁর সঙ্গে ১৪ দিনের জন্য থাকতে পারবে। সফরের সময় কম হলে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সঙ্গে কাটানোর সময়ও ৭ দিন কমবে। কোনও ক্রিকেটারের স্ত্রী পুরো টুর্নামেন্টে থাকতে পারবেই না। পরিবারকে শুধু ২ সপ্তাহ থাকার অনুমোদন দেবে বিসিসিআই। সকল খেলোয়াড়কে টিম বাসেই ভ্রমণ করতে হবে। ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের ক্ষেত্রেও আসছে ফতোয়া। তিনি তাঁর ব্যক্তিগত ম্যানেজারকে ভিআইপি বক্সে বসাতে পারবেন না। তাঁকে টিম বাসে উঠতে দেওয়া হবে না। তাঁকে টিম হোটেলে নয়, আলাদা হোটেলেই থাকতে হবে। যদি ক্রিকেটারদের লাগেজ ১৫০ কেজির বেশি হয়, তাহলে বিসিসিআই সেই অতিরিক্ত পয়সা দেবে না। তা ক্রিকেটারকেই দিতে হবে।
5/5
কেন এত কড়া হচ্ছে বিসিসিআই
photos