Gangasagar Mela 2025: এখনওপর্যন্ত ৫৫ লাখ মানুষের সমাগম, মকরস্নানে গঙ্গাসাগরে উপচেপড়া ভিড় পুণ্যার্থীদের

Gangasagar Mela 2025: মকর সংক্রান্তির বিশেষ দিনই পুণ্যস্নানের মধ্যে দিয়ে সকল পুণ্যার্থীদের অপেক্ষার অবসান...

| Jan 14, 2025, 13:56 PM IST
1/6

পুণ্যার্থীদের ভিড়

২০২৫-এ গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।  উদ্বোধনের আগে থেকেই গঙ্গাসাগর মেলায় ভিড় শুরু হয়ে যায় পুণ্যার্থীদের। 

2/6

অমরত্ব লাভ

ইতিহাস বলে মকর সংক্রান্তির দিনই গঙ্গার স্পর্শে সগররাজার ৬০ হাজার পুত্র প্রাণ ফিরে পান। আর এইজন্যই মনে করা হয়, এই পুণ্যতিথিতে গঙ্গায় স্নান করলে অমরত্ব লাভ হয়।

3/6

পবিত্র স্নান

গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল 'গঙ্গা সাগর'-এ পবিত্র স্নান করতে নানান জায়গা থেকে সকল পুণ্যার্থীরা গঙ্গাসাগরে এসেছেন।

4/6

লক্ষ ভক্তের সমাগম

শীতকে উপেক্ষা করেই, গঙ্গাসাগরে উপচে পড়ছে ভিড়। এখনও পর্যন্ত প্রায় ৫৫ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের গঙ্গায় পুণ্যের ডুব।

5/6

১১৫০ টি সিসিটিভি

মকর সংক্রান্তির বিশেষ দিনে পুন্যার্থীদের জন্য কড়া ব্যবস্থা রাজ্য সরকারের, ১১৫০ টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে চারিদিক। মেগা কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি।

6/6

বিপর্যয় বাহিনী

যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য জাতীয় বিপর্যয় বাহিনী এবং নৌ-বাহিনীর কর্মীরা নজরদারি চালাচ্ছেন নদীপথে। পাশাপাশি মেলায় উপস্থিত আছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।