Local Train Cancel: রেল লাইনে ‘মেগা ব্লক’, টানা ৪ দিন বন্ধ! চলবে না শিয়ালদহ-ডানকুনি শাখায় লোকাল ট্রেন

Local Train Cancel in Sealdah Division: একঝাঁক লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। 

Jan 14, 2025, 10:06 AM IST
1/6

১০০ ঘন্টার মেগা পাওয়ার ব্লক

শিয়ালদহ-ডানকুনি লাইনে আগামী ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত মোট ১০০ ঘন্টার মেগা পাওয়ার ব্লক করা হচ্ছে। এর ফলে একঝাঁক লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। একইসাথে কিছু এক্সপ্রেস ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। রেল লাইনে কাজের জন্যই এই ‘মেগা ব্লক’ বলে জানানো হয়েছে। কাজ মিটে গেলে লাইনে গাড়ির গতি বাড়বে বলে রেলের আশ্বাস। (তথ্য- অয়ন ঘোষাল) 

2/6

শিয়ালদহ-ডানকুনি রুটের বাতিল ট্রেনের তালিকা (২৩ থেকে ২৬ জানুয়ারি)

শিয়ালদহ থেকে ডানকুনি যাওয়ার ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০, ৩২২২২, ৩২২২৪, ৩২২২৬, ৩২২২৮, ৩২২৩০, ৩২২৩২, ৩২২৩৪, ৩২২৩৬, ৩২২৩৮, ৩২২৪০, ৩২২৪১, ৩২২৪৪, ৩২২৪৬, ৩২২৪৮ ও ৩২২৫০ ট্রেনগুলি বাতিল ঘোষণা করা হয়েছে। (তথ্য- অয়ন ঘোষাল) 

3/6

ডানকুনি থেকে শিয়ালদহ

একই ভাবে ডানকুনি থেকে শিয়ালদহ যাওয়ার বাতিল ট্রেন (২৩ থেকে ২৬ জানুয়ারি)

4/6

ট্রেন

৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২২১, ৩২২২৩, ৩২২২৫, ৩২২২৭, ৩২২২৯, ৩২২৩১, ৩২২৩৩, ৩২২৩৫, ৩২২৩৭, ৩২২৩৯, ৩২২৪১, ৩২২৪৩, ৩২২৪৫, ৩২২৪৭ ও ৩২২৪৯ ট্রেনগুলি বাতিল করা হয়েছে। (তথ্য- অয়ন ঘোষাল)

5/6

বাতিল ঘোষণা

এই ট্রেনগুলি ছাড়াও শিয়ালদহ বারুইপুর রুটেরও বেশ কিছু ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ৩২৪১১, ৩২৪১৩ ও ৩২৪১৪ এই ট্রেনগুলি থাকছে। (তথ্য- অয়ন ঘোষাল)

6/6

পরিবর্তন করা হচ্ছে

এছাড়াও দূরপাল্লার একগুচ্ছ ট্রেন বাতিল, সময়সীমা পরিবর্তন বা স্টেশন পরিবর্তন করা হচ্ছে। যার তালিকা ওপরে দেওয়া আছে। (তথ্য- অয়ন ঘোষাল)