Petrol Disel price: পুজোর আগে বেলাগাম জ্বালানির দাম, পর পর তিনদিন রেকর্ড দাম বৃদ্ধি

Oct 07, 2021, 10:42 AM IST
1/5

পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি

 Petrol Disel price hike

পুজোর আগে ফের বাড়ল জ্বালানির দাম। এই নিয়ে টানা তিনদিন পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। বৃহস্পতিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দাম বাড়ল ২৯ পয়সা ও  ডিজেলের দাম বাড়ল ৩৫ পয়সা। যার ফলে পেট্রলের বর্ধিত দাম হল ১০৩ টাকা ‌৯৪ পয়সা ও ডিজেলের দাম দাঁড়াল ৯৪ টাকা ৮৮ পয়সা। 

2/5

পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি

 Petrol Disel price hike

গত ৫ তারিখ থেকে লাগাতার বেড়ে চলেছে জ্বালানির মূল্য। এর আগে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর-- পরপর চারদিন বেড়েছিল জ্বালানির দাম। লাগাতার এইভাবে জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।পুজোর মুখে বাড়তে পারে সবরকম জিনিসপত্রের দামও, এমনটাই মনে করা হচ্ছে। 

3/5

পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি

 Petrol Disel price hike

এদিকে, বুধবার বাড়িতে ব্যবহারের রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজির ভর্তুকিহীন) দাম ১৫ টাকা বেড়ে কলকাতায় ৯২৬ টাকা হয়েছে। এর আগে এই নিয়ে ১ মাসে ৪০ টাকা বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম।  তার আগে ৩ মাসে বেড়েছে ৭৬ টাকা।

4/5

পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি

 Petrol Disel price hike

কলকাতার পাশাপাশি দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৩.২৪ টাকা ৷ ডিজেলের দাম ৯১.৭৭ টাকা ৷ সরকারি তেল সংস্থার তরফে এদিন দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ৩০ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বৃদ্ধি করা হয়েছে ৷ 

5/5

পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি

 Petrol Disel price hike

এর আগে বুধবার পেট্রোলের দাম ৩০ পয়সা এবং ডিজেল ৩৫ পয়সা বাড়ানো হয়েছিল ৷ বর্তমানে দেশের প্রায় ২৬টি রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷