1/5
বাতাসে পুজোর গন্ধ। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই কৈলাস ছেড়ে বাপের বাড়িতে আসছেন ঘরের মেয়ে উমা। তাঁকে বরণ করার প্রস্তুতিও শুরু হয়ে গেছে জোরকদম। পাড়ায় পাড়ায় চলছে উমা বন্দনার শেষ মুহূর্তের প্রস্তুতি। কুমোর পাড়ায় শিল্পীরা ব্যস্ত মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দেওয়ার কাজে। আর পুজো মানেই এসে যায় পুজোর গানের কথা। গানের মধ্যে দিয়ে চলে পুজোর আবাহন। সেকথা মাথায় রেখে মহালয়ায় মুক্তি পেল তেমনই এক মিউজিক ভিডিও ।
2/5
photos
TRENDING NOW
3/5
শিল্পী নির্মাল্য রায়ের কথায়, আর পাঁচটা পুজোর গানের ভিডিওর মতো সহজ পথে তাঁরা হাঁটেননি। পুজোর গান তৈরির ভাবনাটাই এখন বড় বেশি বাণিজ্যিক হয়ে উঠছে। পুজোর গানে তাই পুরনো সেই গন্ধ থাকছে না। গান রিলিজ হতে না হতেই হারিয়ে যাচ্ছে অনেক গান। শিল্পী নির্মাল্য রায় মনে করেন, একটা গান তৈরির সঙ্গে অনেক ভাবনা ও পরিশ্রম জুড়ে থাকে। জুড়ে থাকে কলাকুশলীদের সমন্বয়। গানের কথা ,সুর, এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবটাই জরুরি।
4/5
5/5
photos