অতিবৃষ্টির জেরে বানভাসি নেপাল, মৃত অন্তত ৯০

এখনও ভয়াবহ ভূমিকম্পের অভিশাপ থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি নেপাল। এর মধ্যেই লাগাতার বৃষ্টির জেরে বন্যা ও ধসের ফল্রে ফের বিপর্যস্ত ভারতের উত্তর-পূর্বের প্রতিবেশী দেশের জনজীবন। মৃত্যু হয়েছে অন্তত ৯০ জনের।

Updated By: Aug 3, 2015, 12:28 PM IST
 অতিবৃষ্টির জেরে বানভাসি নেপাল, মৃত অন্তত ৯০

ওয়েব ডেস্ক: এখনও ভয়াবহ ভূমিকম্পের অভিশাপ থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি নেপাল। এর মধ্যেই লাগাতার বৃষ্টির জেরে বন্যা ও ধসের ফল্রে ফের বিপর্যস্ত ভারতের উত্তর-পূর্বের প্রতিবেশী দেশের জনজীবন। মৃত্যু হয়েছে অন্তত ৯০ জনের।

সে দেশের পার্লামেন্ট থেকে জারি করা রিপোর্ট অনুযায়ী ১১৭টি বাড়ি, চারটি সেতু, পাঁচটি সাসপেনসন সেতু ও একটি স্কুল প্রাকৃতিক বিপর্যয়ের কবলে ধ্বংস হয়ে গেছে।

বর্ষার মরসুমে অতিবৃষ্টি সে দেশে ডেকে এনেছে প্রাকৃতিক বিপর্যয়।

সে দেশের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী বাম দেব গৌতম জানিয়েছেন ধস নেমে সবথেকে ক্ষতিগ্রস্থ তাপলেজং ও কাসক। সেখানেই প্রাণহানি ও সম্পত্তি ধ্বংসের পরিমাণ সর্বাধিক।

 

 

.