খালি করা হচ্ছে পাক সীমান্ত লাগোয়া গ্রামগুলি
নিয়ন্ত্রণরেখায় সংঘাতের ছায়া আন্তর্জাতিক সীমান্তেও। পঞ্জাব সীমান্তে চূড়ান্ত প্রস্তুতি। খালি করে দেওয়া হচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলি। দশ কিলোমিটার এলাকা থেকে সব গ্রামের মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ওয়েব ডেস্ক : নিয়ন্ত্রণরেখায় সংঘাতের ছায়া আন্তর্জাতিক সীমান্তেও। পঞ্জাব সীমান্তে চূড়ান্ত প্রস্তুতি। খালি করে দেওয়া হচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলি। দশ কিলোমিটার এলাকা থেকে সব গ্রামের মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
উরির বদলা। ভারতের প্রত্যাঘাত। এরপরই দেশের পাক সীমান্ত লাগোয়া এলাকায় শুরু হয়ে যায় চূড়ান্ত তত্পরতা। পঞ্জাব, রাজস্থানে সীমান্তবর্তী গ্রামগুলি খালি করে দেওয়া শুরু হয়। জম্মু-কাশ্মীরেও সীমান্ত ঘেঁষা গ্রাম খালি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
এই সমস্ত অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। হাসপাতালে ডাক্তার এবং নার্সদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। পঞ্জাব ও রাজস্থান সীমান্তে ইতিমধ্যে বিএসএফের বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন, পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল অ্যাটাক ভারতের