UP | BJP Sticker on Car: বিজেপির স্টিকার সাঁটা গাড়ি, ২ অর্ধনগ্ন যুবক, মদের বোতল এবং যোগী রাজ্য...

জানা গিয়েছে যে এই যুবকরা প্রকাশ্যে মদ্যপান করছিল এবং প্রয়াগরাজ রেলওয়ে জংশনের ২ নম্বর গেটের সামনে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন তাঁরা। ভিডিয়োতে তাঁদেরকে তৃতীয় ব্যক্তির উপর অ্যালকোহল ঢালতেও দেখা গেছে।

Updated By: Apr 16, 2024, 01:55 PM IST
UP | BJP Sticker on Car: বিজেপির স্টিকার সাঁটা গাড়ি, ২ অর্ধনগ্ন যুবক, মদের বোতল এবং যোগী রাজ্য...
ছবি: ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে দু’জন অর্ধ-নগ্ন, নেশাগ্রস্ত ব্যক্তি একে অপরকে অ্যালকোহল দিয়ে স্নান করাচ্ছেন।

জানা গিয়েছে যে এই যুবকরা প্রকাশ্যে মদ্যপান করছিল এবং প্রয়াগরাজ রেলওয়ে জংশনের ২ নম্বর গেটের সামনে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন তাঁরা। ভিডিয়োতে তাঁদেরকে তৃতীয় ব্যক্তির উপর অ্যালকোহল ঢালতেও দেখা গেছে।

আরও পড়ুন: Hottest place in India: চুরুর চেয়েও উষ্ণ, মরুভূমির গরমকে টেক্কা দিল ৪ 'ফ্রাইং প্যান' শহর!

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক মনোযোগ পাওয়ার পরে, অনেকেই দেখেছেন যে ওই যুবকদের ব্যবহার করা গাড়িটিতে 'মণ্ডল সভাপতি, ভারতীয় জনতা পার্টি'-এর একটি স্টিকার রয়েছে। গাড়ির মালিক এবং ব্যক্তি এবং কোনও বিজেপি নেতার মধ্যে সংযোগ এখনও অস্পষ্ট।

আরও পড়ুন: EVM VVPAT Issue: ১০০% ভোট যাচাই VVPAT-এ? সুপ্রিম শুনানি আজ

পুলিস ঘটনাটি জানতে পেরে গাড়িটি আটক করে। প্রয়াগরাজের ডিসিপি-র এক্স হ্যান্ডেল থেকে টুইট করে বলা হয়েছে যে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের কারণে মোটর যান আইনের উপযুক্ত বিধানের অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। আরও জানানো হয়েছে যে এই ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

 

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভিডিয়োতে গাড়িটি ফতেপুরের বলে চিহ্নিত করা হয়েছে। পুলিস গাড়ির রেজিস্ট্রেশন নিশ্চিত করেছে এবং ২৪,৫০০ টাকা জরিমানা করেছে।

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.