আজ লোকসভায় পেশ হচ্ছে GST বিল

আজ লোকসভায় পেশ হচ্ছে GST বিল। বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবছর মে মাসে GST বিলে অনুমোদন দিয়েছিল লোকসভা। কিন্তু, গত সপ্তাহে বিলটিতে একাধিক সংশোধনী-সহ ছাড়পত্র দেয় রাজ্যসভা। ফলে, বিলটিতে ফের সংসদের নিম্নকক্ষ লোকসভার সিলমোহর দরকার।

Updated By: Aug 8, 2016, 03:05 PM IST
আজ লোকসভায় পেশ হচ্ছে GST বিল

ওয়েব ডেস্ক: আজ লোকসভায় পেশ হচ্ছে GST বিল। বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবছর মে মাসে GST বিলে অনুমোদন দিয়েছিল লোকসভা। কিন্তু, গত সপ্তাহে বিলটিতে একাধিক সংশোধনী-সহ ছাড়পত্র দেয় রাজ্যসভা। ফলে, বিলটিতে ফের সংসদের নিম্নকক্ষ লোকসভার সিলমোহর দরকার।

আরও পড়ুন বোরো জঙ্গি সংগঠন NDFB-র বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অসম মুখ্যমন্ত্রীর

সংখ্যাগরিষ্ঠতা থাকায় লোকসভায় GST-র সংবিধান সংশোধনী বিল পাসে সরকারের সমস্যা হওয়ার কথা নয়। তবে, সংসদের শীতকালীন অধিবেশনে GST-র মূল বিলটিকে অর্থবিল হিসাবে পেশ না করার জন্য আজ ফের লোকসভায় দাবি জানাতে পারেন বিরোধীরা। সংসদের ছাড়পত্র পাওয়ার পর GST-র সংবিধান সংশোধনী বিলে কমপক্ষে পনেরোটি রাজ্যের বিধানসভার অনুমোদন দরকার। আগামী অর্থবর্ষের পয়লা এপ্রিল থেকে সারা দেশে GST চালু করার লক্ষ্য ধার্য করেছে কেন্দ্র।

.