কংগ্রেসের সঙ্গে জোট প্রশ্নে কারাটকে বিঁধলেন সোমনাথ

সীতারাম ইয়েচুরির প্রস্তাব খারিজ নিয়ে কারাট লবিকে নিশানা করলেন লোকসভার প্রাক্তন স্পিকার।

Updated By: Jan 24, 2018, 05:06 PM IST
কংগ্রেসের সঙ্গে জোট প্রশ্নে কারাটকে বিঁধলেন সোমনাথ

নিজস্ব প্রতিবেদন: কারাট ব্রিগেডের বিরুদ্ধে এবার তোপ দাগলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ''প্রকাশ কারাটের লবি দলকে নিয়ন্ত্রণ করছে। এটা ভবিষ্যতের পক্ষে ভাল নয়।''  

আরএসএস-বিজেপিকে ঠেকাতে রবিবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের হাত ধরার প্রস্তাব দিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কিন্তু, কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিপক্ষে প্রকাশ কারাট। ভোটাভুটিতে  ৫৫-৩১ ভোটে হেরে গিয়েছেন ইয়েচুরিরা। কারাটের এমন অবস্থানের বিরোধিতা করেছেন বামমনস্ক বিদ্বজ্জনেরা। তাঁদের অধিকাংশেরই মত, ফ্যাসিস্ত শক্তিকে হারাতে জোটবদ্ধ হওয়াই সময়ের দাবি।

আরও পড়ুন- 'হাত বাঁধা'য় ক্ষোভ, সরতে চাইলেন ইয়েচুরি

সোমনাথ চট্টোপাধ্যায়ও মনে করেন, ''বামপন্থী দলগুলি ক্রমশই দুর্বল হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গেও তারা গুরুত্ব হারাচ্ছে। ইয়েচুরির প্রস্তাব খারিজ হয়েছে কেন্দ্রীয় কমিটিতে। এতেই স্পষ্ট কারাট লবিই দল নিয়ন্ত্রণ করছে। এটা ভবিষ্যতের পক্ষে শুভ সঙ্কেত নয়।''

২০০৮ সালে পরমাণুচুক্তির বিরোধিতা করে ইউপিএ জোট থেকে সমর্থন তুলে নিয়েছিলেন সিপিএমের তত্কালীন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। ওই সিদ্ধান্তের পরও লোকসভার স্পিকার পদ ছাড়েননি সোমনাথ চট্টোপাধ্যায়। প্রত্যাশিতভাবেই দল থেকে বহিষ্কৃত হন তিনি। সেই সোমনাথ চট্টোপাধ্যায়ের নিশানায় এবার কারাট।
 

.