ওয়েইসিকে লক্ষ্য করে উড়ে এল জুতো
তিন তালাক নিষিদ্ধ করার বিরুদ্ধে বলতে শুরু করেতেই শ্রোতাদের দিক থেকে একটি জুতে এসে পড়ে তাঁর পাশে
নিজস্ব প্রতিবেদন: জুতো উড়ে এল অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলেমিন প্রধান আসাদউদ্দিন ওয়েইসির দিকে। মুম্বইয়ে সভায় বক্তব্য রাখার সময়ে তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়েন এক ব্যক্তি। তবে সেই জুতো যদিও তাঁর গায়ে লাগেনি।
মঙ্গরবার রাত সাড়ে ন'টা নাগাদ দক্ষিণ মুম্বইয়ের নাগপাড়ার একটি সভায় বক্তব্য রাখছিলেন ওয়েইসি। তিন তালাক নিষিদ্ধ করার বিরুদ্ধে বলতে শুরু করেতেই শ্রোতাদের দিক থেকে একটি জুতে এসে পড়ে তাঁর পাশে। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ওয়েইসি।
আরও পড়ুন-প্রধান বিচারপতিকে অপসারণের তোড়জোড় শুরু বিরোধীদের, নেতৃত্বে সিপিআইএম
জুতো ছোঁড়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মিম প্রধান বলেন, ‘যে ব্যক্তি জুতো ছুঁড়েছে সে মহাত্মা গান্ধী, পানসারে, নরেন্দ্র দাভোলকরের খুনিদের আদর্শে বিশ্বাস করে। দেশের বেশিরভাগ মানুষ বিশেষ করে মুসলিমরা তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করার বিরুদ্ধে। এরা তা দেখতে পায় না। এইসব লোকজনকে ভয় পাই না।’