অধ্যাপকদের বকেয়া: অর্থমন্ত্রকের কোর্টে বল ঠেললেন সিব্বল

অধ্যাপকদের বকেয়া অর্থের বিষয়টি অর্থমন্ত্রকের বিচারাধীন। অর্থমন্ত্রকই সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল সোমবার একথা বলেন। অধ্যাপকদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করার প্রস্তাব পাঠিয়েছিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

Updated By: Apr 2, 2012, 04:39 PM IST

অধ্যাপকদের বকেয়া অর্থের বিষয়টি অর্থমন্ত্রকের বিচারাধীন। অর্থমন্ত্রকই সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল সোমবার একথা বলেন। অধ্যাপকদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করার প্রস্তাব পাঠিয়েছিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। তারপরই অধ্যাপকদের বকেয়া টাকার ৮০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্যকে জানানো হয়েছিল। রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে জানানো হয় এখনই অধ্যাপকদের বয়সসীমা বাড়াতে চাইছে না তারা। অধ্যাপকদের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ারও অনুরোধ জানানো হয় রাজ্য সরকারের তরফে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সোমবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল বলেন, বিষয়টি এখন অর্থ মন্ত্রকের বিচারাধীন।  

.