ব্যাপম কাণ্ডে ক্লিনচিট মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে
নিজস্ব প্রতিবেদন: অবশেষে মিলল স্বস্তি। ব্যাপম কাণ্ডে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ক্লিন চিট দিল সিবিআই। ওই মামলায় ৪৯০ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ ব্যাপম আধিকারিকও।
মঙ্গলবার ব্যাপম তদন্তের চার্জশিট দিল সিবিআই। সেখানে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাপম-এর এক অধিকারিকের কাছ থেকে বাজেয়াপ্ত একটি হার্ডডিস্ক থেকে ‘সিএম’ কথাটি মুছে ফেলা হয়েছে। এমনটাই অভিযোগ ছিল দিগ্বিজয়ের। কংগ্রেস নেতার নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং।
দিগ্বিজয় গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যান। তিনি একেবারে তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই অভিযোগ তোলেন। উল্লেখ্য, ২০১৩ সালে মধ্যপ্রদেশে ডাক্তারিতে ভর্তির পরীক্ষায় ব্যাপক জালিয়াতির অভিযোগ ওঠে। তার থেকেও বড় বিষয় হল যারা ওই দুর্নীতির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল তাদের অনেকেই রহস্যজনকভাবে মারা যান। কিন্তু সিবিআই জানিয়েছে, ব্যাপম কাণ্ডের সঙ্গে জড়িয়ে যাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে তাদের মৃত্যুর সঙ্গে ব্যাপম দুর্নীতির কোনও যোগ নেই।