`শশী থারুর আমার মাকে হত্যা করেননি`

গতকাল রাতে সংবাদমাধ্যমের দফতর গুলিতে এল একটা চিঠি। প্রেরক সুনন্দা পুস্করের ছেলে। চিঠির বয়ানে মায়ের মৃত্যুর জন্য শশী থারুরকে দায়ী করতে রাজি নয় ছেলে। মা আত্মহত্যা করেছেন, এমনটাও অস্বীকার করেছেন ছেলে শিব মোহন। মায়ের আকস্মিক মৃত্যু ধাক্কা দিয়েছে তাঁকে।সংবাদমাধ্যমে চলতে থাকা নানা বিতর্ক তাঁকে মুখ খুলতে বাধ্য করেছে।

Updated By: Jan 22, 2014, 04:04 PM IST

গতকাল রাতে সংবাদমাধ্যমের দফতর গুলিতে এল একটা চিঠি। প্রেরক সুনন্দা পুস্করের ছেলে। চিঠির বয়ানে মায়ের মৃত্যুর জন্য শশী থারুরকে দায়ী করতে রাজি নয় ছেলে। মা আত্মহত্যা করেছেন, এমনটাও অস্বীকার করেছেন ছেলে শিব মোহন। মায়ের আকস্মিক মৃত্যু ধাক্কা দিয়েছে তাঁকে।সংবাদমাধ্যমে চলতে থাকা নানা বিতর্ক তাঁকে মুখ খুলতে বাধ্য করেছে।

চিঠিতে শিব লিখেছে, "আমার মাকে যারা চেনেন, তাঁরা যানেন মা আত্মহত্যা করতে পারেন না।" সেইসঙ্গে সে এও জানিয়েছে শশী তাঁকে মারধোর করে ও হত্যা করতে পারেন না। একদিকে যখন সাব ডিভিশনাল মেজিস্ট্রেট যখন পুষ্করের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে জোর বাড়ানোর নির্দেশ দিয়েছেন, তখনই সংবাদমাধ্যমে শিবের চিঠি।

Statement by Shiv Menon (Sunanda Pushkar's son)

কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের অস্বাভাবিক মৃত্যুর কারণ হিসাবে বিষক্রিয়াকেই দায়ী করেছে ময়নারতদন্তের রিপোর্ট। তার ভিত্তিতেই পুষ্করের মৃত্যুর তদন্তে নতুন করে জোর বাড়ানোর নির্দেশ দিয়েছেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট।

শুক্রবার দিল্লির পাঁচ তারা হোটেল থেকে সুনন্দা পুষ্করের দেহ উদ্ধার হয়। সুনন্দার শরীর থেকে অবসাদ মুক্তির ওষুধ অলপ্রাজোলামের নমুনা মিলেছে। শুক্রবার বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে মন্ত্রীর স্ত্রীর মৃত্যু হয়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

.