WATCH | Rahul Gandhi: রাহুলের ধাক্কায় রক্ত ঝরল বিজেপি সাংসদের! সংসদে নজিরবিহীন ঘটনা...

Rahul Gandhi: এদিন আম্বেদকর ইস্যুতে এদিন সকালে সংসদে মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখানো হসুউর করেন কংরেস-সহ বিরোধী সাংসদরা। সেই সময় বিজেপি সাংসদদের সঙ্গে ঘটে বিপত্তি। অভিযোগ, বিরোধী সাংসদরা মকর দ্বার আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিজেপি সাংসদরা সেই সময় সংসদে প্রবেশ করতে চাইলে ধ্বস্তাধস্তি শুরু হয়। দুই শিবিরের ধ্বস্তাধস্তি হাতাহাতির রূপ নেয়। অভিযোগ সেই হাতাহাতির সময় ধাক্কা মারেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

Updated By: Dec 19, 2024, 03:06 PM IST
WATCH | Rahul Gandhi: রাহুলের ধাক্কায় রক্ত ঝরল বিজেপি সাংসদের! সংসদে নজিরবিহীন ঘটনা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংসদে নজিরবিহীন ঘটনা! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেডকর-মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধীপক্ষের সংঘাত এ বার পরিণত হল সংঘর্ষে। বৃহস্পতিবার দুই পক্ষের ধ্বস্তাধস্তিতে আহত হয়েছেন বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী। অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মেরেছেন। তার ফলে মাথায় আঘাত পেয়েছেন ষড়ঙ্গী। এদিন আম্বেদকর ইস্যুতে এদিন সকালে সংসদে মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখানো হসুউর করেন কংরেস-সহ বিরোধী সাংসদরা। সেই সময় বিজেপি সাংসদদের সঙ্গে ঘটে বিপত্তি। অভিযোগ, বিরোধী সাংসদরা মকর দ্বার আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিজেপি সাংসদরা সেই সময় সংসদে প্রবেশ করতে চাইলে ধ্বস্তাধস্তি শুরু হয়। দুই শিবিরের ধ্বস্তাধস্তি হাতাহাতির রূপ নেয়। অভিযোগ সেই হাতাহাতির সময় ধাক্কা মারেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

সারেঙ্গীর কপালে সামান্য চোট লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিজেপির দাবি রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর। মুকেশও আহত হয়ে হাসপাতালে ভর্তি।  অর্থাৎ রাহুলের ধাক্কায় দুই বিজেপি সাংসদ আহত হয়েছেন।

আরও পড়ুন: Terrorists Killed in Kashmir: কাকভোরে কাঁপল কাশ্মীর! ভূস্বর্গে ফের এনকাউন্টার, খতম ৫ জঙ্গি...

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় শাহ বলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর...। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ বুধবার থেকেই বিরুদ্ধে আম্বেদকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। বৃহস্পতিবার সেই বিক্ষোভ তুলকালাম রূপ নিয়ে ফেলে।  অমিত শাহের এই কথার পাল্টা তোপ দেগেছেন আম্বেদকরের নাতি তথা বহুজন বিকাশ আঘাড়ির নেতা প্রকাশ আম্বেদকর। তিনি বলছেন, “এটাই বিজেপির পুরনো মানসিকতা।” ইতিমধ্যেই রাহুল গান্ধীর বিরুদ্ধে ফেয়ার দায়ের করার পথে বিজেপির নেতারা। পাল্টা কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে অভিযোগ তুলেছেন, তাঁকে সংসদের অন্দরে ধাক্কা মেরেছেন বিজেপি সাংসদেরা! অন্য দিকে খড়্গে জানান, ‘‘আমাকেও সংসদের মকর দ্বারের কাছে বিজেপি সাংসদেরা ধাক্কা দিয়েছেন।’’ তিনি আরও জানান, স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সংসদের অন্দরে ষড়ঙ্গী ‘আহত হওয়ায়’ রাহুলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে হলে সংসদীয় বিধি মেনে স্পিকারের অনুমতি নিতে হবে বিজেপিকে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.