Allu Arjun | Pushpa 2: অল্লু অর্জুনের জন্য খারাপ খবর! পদপিষ্টে আশঙ্কাজনক শিশু ভেন্টিলেশনে...

Pushpa 2 Screening Stampede: ৪ ডিসেম্বর 'পুষ্পা ২'-র স্ক্রিনিংয়ে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। এরপর ১৩ ডিসেম্বর সকালে বাড়ি থেকে দক্ষিণী সুপারস্টারকে গ্রেফতার করে পুলিস।

Updated By: Dec 18, 2024, 11:29 AM IST
Allu Arjun | Pushpa 2: অল্লু অর্জুনের জন্য খারাপ খবর! পদপিষ্টে আশঙ্কাজনক শিশু ভেন্টিলেশনে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অল্লু অর্জুনের জন্য খারাপ খবর। 'পুষ্পা'র সময়টা মোটেই ভালো যাচ্ছে না! পুষ্পা-২ এর স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় দুদিন আগেই দক্ষিণী সুপারস্টারকে গ্রেফতার করেছিল পুলিস। এবার জানা গেল, ওই মহিলার ৮ বছরের শিশুসন্তানও আশঙ্কাজনক। ব্রেন হেমারেজের কারণে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। 

হাসপাতাল সূত্রে খবর, ৮ বছরের শ্রী তেজের শারীরিক অবস্থার কোনও উন্নতি ঘটেনি। চিকিত্‍সায় সেভাবে সাড়া দিচ্ছে না তেজ। তার নিউরোলজিক্যাল কন্ডিশন একইরকম। কোনও উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। শ্বাসক্রিয়া সচল করতে করা হতে পারে ট্র্যাকিওস্টোমিও। তবে আশার কথা একটাই যে, চিকিত্‍সকরা বলছেন ওই শিশুর জ্বর কমেছে। অন্যান্য ভাইটাল প্যারামিটার্স স্থিতিশীল আছে। বাইরে থেকে দেওয়া খাবারও সে গ্রহণ করছে। 

প্রসঙ্গত ৪ ডিসেম্বর 'পুষ্পা ২'-র স্ক্রিনিংয়ে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। এরপর ১৩ ডিসেম্বর সকালে বাড়ি থেকে দক্ষিণী সুপারস্টারকে গ্রেফতার করে পুলিস। তারকাকে নামপল্লী কোর্টে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। শেষে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান পুষ্পা খ্যাত তারকা। যদিও রাত জেলেই কাটাতে হয় 'পুষ্পা'কে। পরদিন সকালে বাড়ি ফেরেন। স্ত্রী-সন্তানদের সঙ্গে তৈরি হয় এক আবেগঘন মুহূর্তে। 

আরও পড়ুন, Mumbai Incident: চাইনিজ 'ভেল' বানানোর সময় পেষাই মেশিনে জড়িয়ে গেল যুবক! তারপর... শিউরে ওঠার মতো ঘটনা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.