Kolkata Doctor Rape Case: 'বর্তমান তদন্তে আস্থা নেই, নতুন করে শুরু হোক', হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা-মা
Kolkata doctor rape case: নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আরজি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা-মার। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তাঁদের দাবি, দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত।
অর্ণবাংশু নিয়োগী: আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা-মা। নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করার আর্জি আদালতে। তাঁদের দাবি, বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই। তদন্তের নামে সব তথ্য-প্রমাণ লোপাট হয়ে গিয়েছে তাই নতুন করে মেয়ের খুনের তদন্ত চান। মামলার অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মামলায় সিবিআইকে যুক্ত করার নির্দেশ দিল আদালত।
আরও পড়ুন, Santanu Sen: টানা সাতবার! ফের IMA-র রাজ্য সম্পাদক নির্বাচিত শান্তনু সেন...
নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আরজি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা-মার। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তাঁদের দাবি, দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। কারণ এই তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়েছে।সাক্ষ্য গ্রহণ চলছে। এই অবস্থায় এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে।
এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে ফের সোমবার বিষয়টি উল্লেখ করার নির্দেশ দেন। একাধিক শুনানির পরেও আশানুরূপ অগ্রগতি হয়নি আরজি কর মামলার। আরজি করের ডাক্তারি ছাত্রীকে খুন ও ধর্ষণ মামলায় গত শুক্রবারই জামিন পেয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে আগেই তুমুল ক্ষোভপ্রকাশ করেন আরজি করের তরুণী চিকিৎসকের বাবা-মা। যখন সন্দীপদের জামিনের কথাটা শোনেন, তখন কান্নায় ভেঙে পড়েছিলেন। তারপর বলেছিলেন, আশা হারালে তো চলবে না। বিচার ছিনিয়ে আনতেই হবে।
আরও পড়ুন, Humayun Kabir: দিল্লি থেকে এল বিজেপির বই! এবার মিসড কলের গেরোয় হুমায়ুন কবীর?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)