ব্যাঙ্ক অব ইংল্যান্ডের গভর্নর রঘুরাম, টুইটারে ভুয়ো খবরের খপ্পরে তারুর

রঘুরাম রাজনকে নিয়ে একটি ভুয়ো খবর টুইট করলেন শশী তারুর।  

Updated By: May 7, 2018, 04:37 PM IST
ব্যাঙ্ক অব ইংল্যান্ডের গভর্নর রঘুরাম, টুইটারে ভুয়ো খবরের খপ্পরে তারুর

নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্ক অব ইংল্যান্ডের গভর্নর হয়েছেন ভারতের প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। এই ভুয়ো খবরের খপ্পরে পড়লেন কংগ্রেস সাংসদ শশী তারুরও। রাজনৈতিক মহলে ইংরেজি ভাষার দক্ষতা ও উচ্চশিক্ষিত হিসেবে কদর রয়েছে শশী তারুরের। রাজনকে নিয়ে ভুয়ো খবর টুইট করলেন সেই শশীই।

রাজনের খবরের লিঙ্কটি টুইট করে শশী তারুর লেখেন, ''দারুণ ব্যাপার। ঔপনিবেশিক সংস্কৃতির চাকাটা উলটো ঘুরতে শুরু করেছে। ব্যাঙ্ক অব ইংল্যান্ডের গভর্নর হলেন রঘুরাম রাজন। ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক এক ভারতীয় (নাসির হুসেন)। কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হলে ঔপনিবেশিক চাকাটা পুরো ঘুরে যাবে।''            

এরপরই টুইটারে সমালোচনার মুখে পড়েন শশী তারুর। নিজের ভুল বুঝতে পেরে কংগ্রেস সাংসদ লেখেন, ''মনে হচ্ছে, ভুয়ো খবরের শিকার হয়েছি। আমার বোঝা উচিত ছিল।''

আরও পড়ুন- ইভিএম-এর জন্যই জিতছি, কর্ণাটকে ভোটপ্রচারে স্বীকার করলেন মোদী

.