কাঠুয়াকাণ্ডে সিবিআই নয়, মামলা স্থানান্তরিত পাঠানকোট আদালতে, নির্দেশ সুপ্রিম কোর্টের
কাঠুয়া আদালত থেকে মামলা স্থানান্তরিত পাঠানকোটে। নির্দেশ সুপ্রিম কোর্টের।
নিজস্ব প্রতিবেদন: কাঠুয়ায় ৮ বছরের নাবালিকার গণধর্ষণ ও খুনের মামলার শুনানি পঞ্জাবের পাঠানকোট আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সিবিআই তদন্তের আর্জি খারিজ করল শীর্ষ আদালত। রাজ্য সরকারের তদন্তের উপরেই ভরসা রেখেছে বিচারপতিদের বেঞ্চ।
Kathua case: Supreme Court refused a CBI inquiry in the matter after relying on the state investigation.
— ANI (@ANI) May 7, 2018
পাঠানকোট আদালতে সরকারি আইনজীবী নিয়োগের জন্য জম্মু-কাশ্মীর সরকারকে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এরইসঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, নির্যাতিতার পরিবার, আইনজীবী ও প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। মামলার পরবর্তী শুনানি ৯ জুলাই।
Supreme Court after transferring the #Kathua case to Pathankot Court said day to day hearing would take place in the matter. In-camera proceedings would be held. Next date of hearing in the case is July 9.
— ANI (@ANI) May 7, 2018
Kathua case: Supreme Court allowed J&K government to appoint public prosecutor in Pathankot Court and also asked J&K govt to provide security to the victim's family, their lawyer and witnesses.
— ANI (@ANI) May 7, 2018
কাঠুয়াকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন অভিযুক্তরা। শুক্রবার হলফনামা জমা দেন মূল অভিযুক্ত সঞ্জি রাম ও তাঁর ছেলে বিশাল। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন তাঁরা। হলফনামায় সঞ্জি রাম দাবি করেন, ''ওই শিশুটি আমার নাতনির মতো ছিল। পুলিস আমাকে ফাঁসিয়েছে। সিবিআই তদন্ত হলে সত্যি সামনে আসবে।''
গত জানুয়ারিতে জম্মুর কাঠুয়ায় ৮ বছরের শিশুকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ১০ জানুয়ারি নিখোঁজ হয় ওই শিশু। ১৪ তরিখ মেলে রক্তাক্ত নিথর দেহ। ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জি রাম ও তাঁর ছেলেকে গ্রেফতার করে জম্মু পুলিস। অভিযুক্তরা প্রথম থেকে সিবিআই তদন্তের দাবি করছেন। সেই দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন- ইভিএম-এর জন্যই জিতছি, কর্ণাটকে ভোটপ্রচারে স্বীকার করলেন মোদী